মার্কিন ভার্সনের পর 'মানিকে মাগে হিথে’ তিব্বতি ভার্সন এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার ভাইরাল 'মানিকে মাগে হিথে’র ইংরাজী ভার্সন। গানটির ইংরেজি ভার্সন ডাচ গায়িকা এমা হিস্টার ইনস্টাগ্রামে আপলোড করেছেন। তিনি ভাইরাল গানটিতে একটি মর্মস্পর্শী টুইস্ট দিয়েছেন এবং তাঁর প্রাণময় কণ্ঠ নেটিজেনদের মুগ্ধ করেছেন।
Advertisment
বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং একটি গান। কোনও বাংলা গান নয়। বাংলা, হিন্দি, উর্দু, ইংরাজি, স্প্যানিশ কোনওটাই নয়। আসমুদ্রহিমাচল মেতে উঠেছে শ্রীলঙ্কার সিংহলি ভাষার মিষ্টি একটি গানের সুরে। ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি ডি’ সিলভার ‘মানিকে মাগে হিথে’ এই গানটি এখনও পর্যন্ত শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গানটি সারা বিশ্বে এমন তুমুল সাড়া ফেলেছে, এবং গায়িকা ইয়োহানি এখন স্টার।
‘মানিকে মাগে হিথে’র সুরের জাদুতে মুগ্ধ ৮ থেকে ৮০ সকলেই। ইতিমধ্যেই এই গানের নানান রিমেক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ভাইরাল হয়েছে ‘মানিকে মাগে হিথে’র মার্কিন এবং তিব্বতি ভার্সনও। এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মানিকে মাগে হিথে’র ইংরাজি ভার্সন। ডাচ গায়িকা এমা হিস্টারের কন্ঠে এই গান এক অন্য মাত্রা পেয়েছে। ইতিমধ্যেই এই রিমেক সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় এই গানের রিমেক ভাইরাল হতেই ইতিমধ্যেই তা প্রায় ৩ লক্ষ মানুষের মন জয় করেছে। ঝড়ের গতিতে এই সংখ্যা বেড়ে চলেছে। অনেকেই দাবি করেছেন, মুল গানের থেকেও এই টুইস্ট মন জয় করেছে সকলের। আপনিও মিস করবেন না মাগে হিথে’র ইংরাজি টুইস্ট। জানান এই গান আপনার কেমন লাগল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন