একে অপরকে ‘চুমু’ খাচ্ছে দুটি বাচ্চা হাতি! মিষ্টি ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

হাতির এই কাণ্ড অবাক করেছে নেটিজেনদের।

হাতির এই কাণ্ড অবাক করেছে নেটিজেনদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাতির এই কাণ্ড অবাক করেছে নেটিজেনদের।

আপনি কি ওয়াইল্ড লাইফ ভিডিও পছন্দ করেন? তাহলে এই ভিডিও মিস করবেন না। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, হাতির নানান কাণ্ডকারখানর মজার ভিডিও। কখনও দেখা যাচ্ছে হাতি নিজেই টিউবওয়েল পাম্প করে জল খাচ্ছে, তো কখনও ভাইরাল হয়েছে, বাসের ওপর হাতির তাণ্ডবের হাড় হিম করা ভিডিও। তবে এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তা দেখে আপনার ভাল লাগবেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মজার ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি হাতি অপর হাতিকে চুম্বন করছে। আর এই মিষ্টি ভিডিও ভাইরাল হতেই তাতে অজস্র ভিউ হয়েছে। হাতির এই কাণ্ড অবাক করেছে নেটিজেনদের।

Advertisment

শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের তরফে টুইটারে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুটি বাচ্চা হাতি রয়েছে যা একে অপরের প্রতি স্নেহ প্রদর্শন করছে। ভিডিওর শুরুতে দেখা যায় দুটি হাতি একে অপরকে তাদের শুঁড় দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এর পর ধীরে ধীরে একে অপরকে ভালবাসা প্রদর্শন করে। দুটি বাচ্চা হাতির একে অপরকে চুম্বন করার এই মিষ্টি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে। বাচ্চা হাতির কাণ্ডা দেখে অবাক সকলেই। শেলড্রিক ওয়াইল্ড লাইফ ট্রাস্টের তরফে শেয়ার করা এই ভিডিও’র ক্যাপশনে দেওয়া হয়, "Elephant kisses,"(হাতির চুম্বন)।

এদিকে এমন মিষ্টি ভিডিও ভাইরাল হতেই মুহূর্তেই তাতে অজস্র ভিউ হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৮ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিওতে। বাচ্চা হাতির একে অপরকে ভাই-বোনের মতো আদর করার এই মজার ভিডিওতে অনেকেই তাদের মিষ্টি প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video