শ্রীলঙ্কায় পাওয়া গেল বিশালাকার নীলা, ওজন প্রায় ৩১০ কেজি!

এমন নীলা দেখে অনেকের চক্ষু চড়কগাছ।

এমন নীলা দেখে অনেকের চক্ষু চড়কগাছ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রীলঙ্কায় পাওয়া গেল কোটি টাকার নীলা, ওজন প্রায় ৩১০ কেজি!

নীলা অত্যন্ত দামী এবং ভাগ্য ফেরানোর অন্যতম চাবিকাঠি বলেও মনে করেন অনেকেই। এমনিতেই ৪ থেকে ৫ রতি নীলা কিনতেই কালঘাম ছুটে যায়, সাধারণ জনগণের, সৌভাগ্য ফেরানোর ক্ষমতা বা এই সংক্রান্ত বিশ্বাসের কারণেও নীলার চাহিদা আকাশছোঁয়া! ১০ ক্যারট নীলার দাম ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করে থাকে কোয়ালিটি অনুসারে।

Advertisment

এবার আপনি ভেবে দেখুন, ৩১০ কেজি ওজনের নীলার দাম কত হতে পারে! শ্রীলঙ্কার কালুতারা জেলার রত্নপুর গ্রামে ৩১০ কেজি ওজনের এই নীলা পাওয়া গেছে। দাবী করা হচ্ছে এটি এখনও পর্যন্ত বিশ্বের বৃহত্তম নীলা। পাথরের গা কেটে বের করে দেখা গেছে এটির ওজন প্রায় ৩১০ কেজি। অনুমান করুন এই নীলার দাম কত হতে পারে, খনি থেকে পাওয়া এই নীলার দাম প্রায় ১০০ কোটি টাকা।

publive-image
১০০ কোটির এই নীলার ওজন ৩১০ কেজি

এত দামী নীলা চোখের সামনে দেখে সেখানে উপস্থিত সকলেরই চক্ষু চড়কগাছ। এর আগেও এইরকম এক নীলার খবর সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। সেই নীলার ওজন ছিল প্রায় ৫০০ কেজি। এক ব্যবসায়ী বাড়ির পিছনে খোঁড়ার সময়ই সন্ধান পান সেই বহুমূল্য পাথরের। জানা গিয়েছে, সেই নীলার দাম ছিল প্রায় ৫০০ কোটি টাকা।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Giant natural blue sapphire