New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-341.jpg)
শাড়ি পরে তাকলাগানো স্কেটিং!
ভিডিওটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে।
শাড়ি পরে তাকলাগানো স্কেটিং!
শাড়ি পরে জমকালো স্কেটিং! ইন্টারনেটে আলোড়ন ফেলল একরত্তির ভিডিও। ভিডিওতে দেখতে পাওয়া মেয়েটির নাম আইরাহ আয়মান খান। তার বয়স মাত্র পাঁচ বছর। আইরাহ আয়মান খানের স্কেটিং-এর ভিডিও তৈরি করেছেন ফটোগ্রাফার নওয়াফ শরফুদ্দিন।
তিনি নিজেই আবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট navaf__ এ আইরাহ আয়মান খানের ভিডিও পোস্ট করেছেন। এখন মেয়েটির এই ভিডিও ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করছে। ভিডিওতে স্কেটিং করা মেয়েটির প্রতিটি স্টেপ আপনার মন জয় করবে। তার প্রতিভা দেখে আপনি অবশ্যই চমকে যেতে বাধ্য হবেন।
জানা গিয়েছে খুব অল্প বয়সে স্কেটিং শুরু করে আইরাহ। সে কারণেই সে আজ স্কেটিংয়ে এতটা দক্ষ। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @airahaymenkhan-এ নিজের স্কেটিং করার অনেক ভিডিও পোস্ট করেছেন।
আইরাহ আয়মান খানের এই ভিডিওটি কোচির একটি স্কেটপার্কে শ্যুট করা হয়েছে। ইনস্টাগ্রামে তার ভিডিওটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে ভিডিওটিতে ৫ লাখের বেশি লাইকও এসেছে। মন্তব্য বিভাগে, লোকেরা আইরাহ আয়মান খানের স্কেটিং-এর প্রশংসা করেছেন।