Advertisment

আগুনে পানের পর এবার আগুনে ফুচকা, ভিডিও ভাইরাল হতেই ছ্যাঁকা খাচ্ছেন নেটিজেনরা

আগুনে ফুচকার ভিডিও অনলাইনে শেয়ার হতেই তাতে ছ্যাঁকা খাচ্ছেন নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগুনে পানের পর এবার আগুনে ফুচকা, ভিডিও ভাইরাল হতেই ছ্যাঁকা খাচ্ছেন নেটিজেনরা

ফায়ার পান, অর্থাৎ আগুনে পানের কথা সকলেই শুনেছেন, অনেকে আবার খেয়েও দেখেছেন। কিন্তু আগুনে ফুচকার কথা কি শুনেছেন কখনও? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আগুনে ফুচকা খাওয়ার এক আজব ভিডিও।

Advertisment

আমেদাবাদের এক ফুড ব্লগার সম্প্রতি এমন আগুনে ফুচকার ভিডিও সামনে এনেছেন। আর তা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। আগুনে ফুচকার ভিডিও অনলাইনে শেয়ার হতেই তাতে ছ্যাঁকা খাচ্ছেন নেটিজেনরা।

ইনস্টাগ্রামে এমন আগুনে ফুচকার ভিডিও পোস্ট করেছেন, কৃপালি প্যাটেল। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে ফুচকার মধ্যে আলুর পুর, মশলা তার মধ্যে খানিক কর্পূর টুকরোতে আগুন ধরিয়ে দিচ্ছেন বিক্রেতা। এরপর তা মুখের ভিতর পুড়ে দিচ্ছেন সেই ফুড ব্লগার। এমন ফুচকার বহর দেখে পিলে চমকে উঠেছেন নেটিজেনরা।

এদিকে এমন আগুনে ফুচকার ভিডিও ভাইরাল হতেই তাতে প্রায় ২ লক্ষের বেশি ভিউ হয়েছে। সকলেই এমন অদ্ভুত সংমিশ্রণের এমন ফুচকা দেখে অবাক হয়েছেন। কেউ কেউ এমন রেসিপিতে বেজায় ক্ষুব্ধ। অনেকে আবার এমন ফুচকার প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেছেন। একজন ইউজার লিখেছেন, এমন ফুচকা খেলে মুখ পুড়ে যাবে, অন্য একজন ইউজার লিখেছেন, ফুচকায় জ্বলছে আগুন ভাবা যায়!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখনটেলিগ্রামে, পড়তে থাকুন

fire golgappa
Advertisment