Advertisment

'কলিযুগের কুম্ভকর্ণ'! বিমানের পেটে ঘুমন্ত অবস্থায় মুম্বই থেকে আবুধাবি পাড়ি কর্মীর

এ কোনও সিনেমার দৃশ্য না। একেবারে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিমানের পেটে ঘুমন্ত অবস্থায় মুম্বাই থেকে আবুধাবি পাড়ি, ধন্যি ঘুমে তাজ্জব নেটদুনিয়া

যাত্রীদের লাগেজ রাখতে এসে ঘুমে কাদা বিমান কর্মী, কার্গোয় বন্দি সেই কর্মীকে নিয়েই উড়ে গেল বিমান। বিদেশের মাটিতে পৌঁছে সেই ঘুম ভাঙ্গল বিমান কর্মীর। এমন ধন্যি ঘুমের খবর সামনে আসতেই তাজ্জব সকলেই। ঠিক কী ঘটেছিল?

Advertisment

দায়িত্ব ছিল বিমানের মধ্যে যাত্রীদের লাগেজ গুছিয়ে রেখে নেমে যাবেন, যাত্রীদের লাগেজ রাখতে এসেই ঘুমিয়ে পড়েছিলেন বিমান সংস্থার এক কর্মী। যখন চোখ খুললেন দেখলেন বিমানের পেটের মধ্যে বন্দি তিনি। বন্ধ কার্গোর দরজা। শত চিৎকারে শোনার লোক নেই। এ কোনও সিনেমার দৃশ্য না। একেবারে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স।

ইন্ডিগো এয়ারলাইন্সের, এমন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়, প্রশ্ন ওঠে বিমানের নিরাপত্তারও। এমন ভাবে বন্ধ স্থানে, অতটা পথে ঘুমন্ত যাত্রাতে যেকোন সময়েই ঘটতে পারতে কোন বড় অঘটন।  জানা গিয়েছে, ইন্ডিগো এয়ারলাইন্সের একটি মুম্বই-আবু ধাবি ফ্লাইটের কার্গোতে লাগেজ ভর্তি করতে এসেছিলেন ইন্ডিগোর এক কর্মী। এই কাজ করতে এসেই বিপাকে পড়ে যান।

তাঁকে নিয়েই মুম্বাই থেকে আরব আমিরশাহী পৌঁছে গিয়েছে উড়ানটি। তবে আধিকারিকরা জানিয়েছেন সেখানে নিরাপদেই পাওয়া গিয়েছিল তাঁকে। বিমানে লাগেজ লোড করার পর রবিবারের ফ্লাইটে প্রাইভেট ক্যারিয়ারের একটি লোডার কার্গো বগিতে লাগেজের পিছনে ঘুমিয়ে পড়েন ওই কর্মী।

ডিজিসিএ-এর তরফে জানান হয়, মুম্বই বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার আগেই বন্ধ হয়ে যায় কার্গোর দরজা। সেই সময়ই সম্বিৎ ফেরে ওই কর্মীর। কিন্তু ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গিয়েছে। বিমানটি সংযুক্ত আরব আমিরশাহীতে অবতরণ করার পরে, আবুধাবি কর্তৃপক্ষ উদ্ধার করে ওই কর্মীকে। পরে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়, জানা গিয়েছে ওই কর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে এমন ঘটনায় প্রশ্নের মুখে বিমানের নিরাপত্তা। এবিষয়ে সংস্থার এক আধিকারিক, সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছে, ‘এই ঘটনা আমাদের নজরে এসেছে, ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত চলছে’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indigo
Advertisment