দুঁদে আইপিএস নেচে মাতালেন মঞ্চ, ভিডিও ভাইরাল হতেই কুর্নিশ নেটিজেনদের

জনসংযোগ বাড়াতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নেটদুনিয়া।

জনসংযোগ বাড়াতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নেটদুনিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃপ্তি ভাট! মহিলা আইপিএস, বর্তমানে তিনি উত্তরাখণ্ডের তিহরি জেলায় পুলিশ সুপার পদে কর্মরত। সম্প্রতি তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন। সৌজন্যে তাঁর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি নাচ। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, মঞ্চে তাঁর স্বামীর সঙ্গে অসাধারণ দক্ষতার সঙ্গে লোকনৃত্য প্রদর্শন করছেন। 

Advertisment

দুঁদে আইপিএস-এর এই ভিডিও ভাইরাল হতেই কয়েক হাজার ভিউ হয়েছে তাতে। তৃপ্তি নিজে পুলিশ আধিকারিক হিসাবে যেমন দক্ষতার পরিচয় দিয়েছেন ঠিক তেমনই তাঁর নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

আরও পড়ুন স্মৃতির টানে ট্রাকচালকদের সম্মান মীরাবাই চানুর! কুর্নিশ জানালেন নেটিজেনরা

Advertisment

এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, লোকগানের সুরে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই তিনি তাদের সঙ্গে একই মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন। জনসংযোগ বাড়াতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নেটদুনিয়া।


এদিকে ভিডিও ভাইরাল হতেই তৃপ্তির নাচের স্টাইল মুগ্ধ করেছে সাধারণ মানুষকে। ঝড়ের বেগে ভাইরাল হয় এই ভিডিও। প্রচুর লাইক এবং কমেন্ট পরেছে ভিডিওতে। অনেকেই কমেন্টে তৃপ্তির নাচের প্রশংসার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক হয়েও সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতার জন্য তাকে কুর্নিশ জানান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video