Advertisment

হঠাৎ মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল চিতা, দেখুন হাড় হিম করা ভিডিও

এক মাসে ছয় বার চিতার হানা, আতঙ্কে বাসিন্দারা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গোপন ক্যামেরায় বন্দী চিতাবাঘ

এই নিয়ে টানা ছয়বার। একের পর এক চিতার আক্রমণের ঘটনা সামনে এসেছে। এবার চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আরে মিল্ক কলোনিতে। গত বুধবার সন্ধ্যায় চিতাবাঘের আক্রমণের মুখে পড়ে মারাত্মক ভাবে জখম হন নির্মলাদেবী। জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ, বিশাভা ওয়ার্কার্স কলোনিতে বছর পঞ্চান্নর নির্মলাদেবী রামবদন সিং বাড়ির সামনে বসে থাকাকালীন হঠাৎই চিতাবাঘের আক্রমণের শিকার হন। আড়াল থেকে নির্মলার উপর ঝাঁপিয়ে পড়ে চিতাটি। নির্মলাদেবীর চোয়ালে এবং পিঠে থাবা বসিয়ে দেয় চিতাটি। চিতাবাঘের হানায় মারাত্মকভাবে জখম হন তিনি। জানা গিয়েছে তার অবস্থা স্থিতিশীল।

Advertisment

গত ২৬ সেপ্টেম্বর অপর এক ঘটনায় চিতার আক্রমনে গুরুতর আহত হয় বছর চারের এক বালক। সন্ধ্যা ৮টা ৩০ মিনিট নাগাদ বাড়ির সামনে খেলার সময় হঠাৎই চিতাবাঘের আক্রমণের শিকার হয় এই বালক। চিতাটি তাকে মুখে করে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে টেনে নিয়ে যায়। কিন্তু ভয় না পেয়ে রুখে দাঁড়ান ছেলেটির কাকা সুনীল মিশ্র এবং স্থানীয় এক বাসিন্দা। তাড়া করেন চিতাবাঘটিকে। শেষে 'শিকার' ছেড়ে রণে ভঙ্গ দেয় চিতাবাঘটি। পালিয়ে যায় সেটি। চিতার মুখ থেকে কোনওক্রমে উদ্ধার করে আনে চার বছরের বালককে। এই ঘটনায় বালকের মাথায় এবং পিঠে চিতার আক্রমণে গুরুতর চোট লাগে।  

এই মাসের শুরুর দিকে অন্য একটি ঘটনায় আরে মিল্ক কলোনির ইউনিট ৩১-এর বাসিন্দা লক্ষ্মী আম্বেরসেদ রাত ৯.৩০টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফেরার সময় চিতার মুখোমুখি হন। চিতাটি তাঁর দিকে তেড়ে এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পরে। চিতার ধাক্কায় লক্ষ্মী মাটিতে পরে গেলে তাঁকে ফেলে পালিয়ে যায় চিতাবাঘটি। এই ঘটনাতে লক্ষ্মী দেবীর মাথায় এবং পায়ে আঘাত লাগে।

এদিকে একের ওপর এক চিতার আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। বন দফতরের আধিকারিকদের সন্দেহ বছর দুইয়ের এক চিতা একাই একের পর এক আক্রমণের ঘটনা ঘটিয়ে চলেছে। যদিও তাকে ধরার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে চিতার আক্রমণে রাতের ঘুম উড়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের।

  ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Leopard attacks
Advertisment