ক্লাসরুমে দাপিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ, হাড়হিম করা ঘটনার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়!

আতঙ্কে চিৎকার জুড়ে দিয়েছে, ছাত্ররা।

আতঙ্কে চিৎকার জুড়ে দিয়েছে, ছাত্ররা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ক্লাসরুমে দাপিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ

ক্লাসরুমে চিতাবাঘ, চিতার হানায় গুরুতর জখম এক ছাত্র। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে তার অবস্থা স্থিতিশীল। উত্তরপ্রদেশের আলিগড়ের একটি কলেজের ক্লাসরুমে অতর্কিতে হানা দেয় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। এই হাড় হিম করা ভিডিও এবার ভাইরাল হল নেটদুনিয়ায়। ঘটনাটি চৌধুরী নিহাল সিং ইন্টার কলেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

Advertisment

ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের এক আধিকারিক, কালানিধি নাইথানি টুইটারে এই ভিডিও পোস্ট করেছেন, আর তা শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে ফাঁকা ক্লাসরুমে দাপিয়ে বেড়াচ্ছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। আতঙ্কে চিৎকার জুড়ে দিয়েছে, ছাত্ররা। জেলা স্কুল পরিদর্শক ধর্মেন্দ্র শর্মা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “কলেজ চত্বরে হটাত করেই একটি চিতাবাঘ ঢুকে পড়ে। চিতার হানায়, এক ছাত্র গুরুতর জখম হয়েছেন, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপাতত সে বিপদমুক্ত”।

এদিকে এই ঘটনার পর খবর দেওয়া হয়, পুলিশ এবং স্থানীয় বন দফতরকে, বন দফতরের কর্মকর্তারা ও পুলিশ কর্মকর্তারা খবর পেয়ে ছুটে আসেন। এবং বাঘটিকে উদ্ধার করে সেটিকে নিরাপদ দূরত্বে ছেড়ে আসা হয়েছে। 

Advertisment

এদিকে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই হাড়হিম করা এই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। অনেকেই ধারণা করেছেন সম্ভবত খাবারের খোঁজেই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে এই চিতাবাঘটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Aligarh leopard