Advertisment

সিংহীর সঙ্গে ছোট্ট শাবকের খেলার সুন্দর ভিডিও, মেতে এখন নেটদুনিয়া

৩০ সেকেণ্ডের এই ভিডিওটি আপাতত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেখুন মজার এক ভিডিও

আপনি কি ওয়াল্ডলাইফ লাভার তাহলে এই সুন্দর ভিডিও আপনার মন ছুঁয়ে যাবে। সোশ্যাল মিডিয়া এখন আমাদের বিনোদনের একটি অন্যতম মাধ্যম। নানা মজার ভিডিও আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়। কোন ভিডিও স্রেফ আমাদের আনন্দ এবং মজা দেওয়ার জন্যই আপলোড করা হয় নেটদুনিয়ায়। এই তালিকায় নতুন সংযোজন আইএফএস সুরেন্দ্র মেহরার পোস্ট করা এক ভিডিও।

Advertisment

সিংহীর সঙ্গে ছোট্ট শাবকের খেলার সুন্দর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজ়েনদের মতে, এখনও পর্যন্ত এই ভিডিওটি সর্বকালের সুন্দর এক ওয়াইল্ডলাইফ ভিডিও। ভারতের কোনও এক সংরক্ষণ কেন্দ্রের ৩০ সেকেণ্ডের এই ভিডিওটি আপাতত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তা নিঃসন্দেহে সকলের মন ছুঁয়ে যায়।  সকাল সকাল মন উদাসীন থাকলে আইএফএস সুরেন্দ্র মেহরার পোস্ট করা এই সুন্দর ভিডিওটি দেখতে পারেন, মন ভাল হবে নিশ্চিত।

দেখুন ভিডিও- মা সিংহের সঙ্গে খেলায় মেতেছে তার ছোট্ট শাবক!

ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়। কয়েক হাজার ভিউ হয়েছে ভিডিওতে। সকলেই এই ৩০ সেকেন্ডের ক্লিপ দেখে মুগ্ধ হয়েছেন। ভিডিও জুড়ে রয়েছে নানা মজাদার কমেন্ট। একজন কমেন্টে লেখেন, “মা এবং সন্তানের ভালবাসার মুহূর্ত সবসময়ই মন ছুঁয়ে যায়”।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video
Advertisment