বাবা মেয়ের ডুয়েট নাচে প্রশংসার ঝড় ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয় নানান অবাক করা ভিডিও। অনেক প্রতিভা আমাদের সামনে হাজির হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। সম্প্রতি ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিওতে বাবা মেয়েকে ক্যামিলা ক্যাবেলোর (Camila Cabello’s) জনপ্রিয় গান ডোন্ট গো ইয়েটে (Don’t Go Yet) নাচতে দেখা গিয়েছে। ছোট্ট মেয়ের নিখুঁত অঙ্গভঙ্গি নজর কেড়েছে নেটিজেনদের।
Advertisment
বাবা পাবলো এবং মেয়ে ভেরোনিকা হামেশাই ইন্সটাগ্রামে তাঁদের ডুয়েট নাচের নানান ভিডিও শেয়ার করেন। ইনস্টাগ্রামে তাদের ফ্যান ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। তাই এই নাচের ভিডিও ভাইরাল হতেই দাবানলের মত তা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই প্রায় ১ লক্ষের বেশি মানুষ তাদের এই নাচের ভিডিও দেখেছেন, উপভোগ করেছেন তাদের নাচের দারুণ স্টাইল।
ভিডিওতে, পাবলো এবং ভেরোনিকাকে ক্যামিলা ক্যাবেলোর ডোন্ট গো ইয়েট গানের তালে দারুণ ছন্দে নাচতে দেখা গেছে। দুজনকে আয়নার দিকে তাকিয়ে একে অপরের সঙ্গে নাচের স্টেপ মেলানোর চেষ্টা করতে দেখা গেছে। যদিও কারুর নাচের স্টেপে বিন্দুমাত্র ভুল নজরে আসেনি নেটিজেনদের। বরং তাদের নাচ, ইন্টারনেটে সেনসেশন সৃষ্টি করেছে। বাবার সঙ্গে ছোট্ট মেয়ের নাচ মুগ্ধ করেছে সকলকেই, সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন এমন সুন্দর ভিডিও। আপনি দেখুন এমন মিষ্টি নাচের ভিডিও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন