অভিনেত্রীর প্রেমে ট্রাক চালক, সরাসরি দুটি কিডনি দানের প্রস্তাব

অনন্য এই প্রেমকাহিনী এখন ভাইরাল।

অনন্য এই প্রেমকাহিনী এখন ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sanchita Bashu,VIral Video,Bihar, Sanchita Bashu, actress Sanchita Bashu, Sanchita Bashu news, Sanchita Bashu viral video, Sanchita Bashu video, Sanchita Bashu lover, Sanchita Bashu boyfriend, Sanchita Bashu latest news, Sanchita Bashu trending video

অভিনেত্রীর প্রেমে ট্রাক চালক, সরাসরি দুটি কিডনি দানের প্রস্তাব

বিহারের ভাগলপুরের সঞ্চিতা বসু, ইতিমধ্যেই হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা কয়েক লাখ। নিয়মিত রিলস আপলোড করেন তিনি। দক্ষিণের ছবি 'ফার্স্ট ডে ফার্স্ট শো'-তে নায়িকার ভূমিকায় অভিনয় করে সঞ্চিতা মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। অভিনেত্রী সঞ্চিতা বসুর প্রেমে পড়েছেন এক ট্রাক চালক। তিনি বলেছেন সঞ্চিতাকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। তিনি সঞ্চিতার জন্য তার দুটি কিডনি দান করতেও প্রস্তুত।

Advertisment

ববি কুমার মিশ্র নামে এক ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্টে ওই যুবকের ভিডিও শেয়ার করেছেন। সঞ্চিতা বসু ভাগলপুরের বাসিন্দা। তিনি দক্ষিনের সিনে ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তিনি ভাগলপুরের মাউন্ট কারমেল স্কুলে পড়াশোনা করেছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যাতে ট্রাক চালক বলছেন যে তিনি অভিনেত্রীকে ছাড়া বাঁচতে পারবেন না। চালক জানান, তিনি গাড়ি চালাতে চালাতে প্রতিদিন অভিনেত্রীর রিল দেখতেন। এরপর সঞ্চিতার প্রেমে পড়েন তিনি। রিল দেখার জন্য কোন কাজে সে মন দিতে পারছেন না। সে কখনও সঞ্চিতাকে দেখেনি, শুধু তাকে ভালোবাসে। তিনি সঞ্চিতার জন্য তার দুটি কিডনি দান করতে প্রস্তুত।

ট্রাক চালক বলেন তার ভালবাসা অবশ্যই একতরফা কিন্তু সে সঞ্চিতাকে খুব ভালবাসে এবং তাকে ছাড়া বাঁচার কথা কল্পনাও করতে পারে না। সঞ্চিতার অনেক ভিডিও ফোনে সেভ করে রেখেছেন চালক। চালক জানান, তিনি তার দুটি কিডনিও দান করতে চান। এই অনন্য প্রেমের গল্প নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

viral