শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি দিলোকা ডি সিলভার গাওয়া সিংহলি গান মানিকে মাগে হিথে-র জাদুতে মুগ্ধ সকলে, সেলেব থেকে সাধারণ মানুষ নেটদুনিয়াও কাপাচ্ছে জনপ্রিয় এই সিংহলি গান। গানের সুরের জাদুতে মাতোয়ারা সকলে। সোশ্যাল মিডিয়ায় এই গানের একের পর এক রিমেক ভার্সন সামনে এসেছে। সকলেই গানের উষ্ণতাকে উপভোগ করছে। তবে এবার এই গানের যে রিমেক সামনে এসেছে তা আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
Advertisment
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘মানিকে মাগে হিথের’ মার্কিন ভার্সন, যা শুনে অবাক নেটিজেনরা। অনেকেই বলেছেন এই রিমেক ভার্সন মুল গানের থেকেও তাঁদের মনকে ছুঁইয়ে গেছে। নানান লোকেশানে শ্যুট করা হয়েছে এই রিমেক ভার্সনের। এই ভিডিও ভারাল হতেই তাতে ইতিমধ্যেই হাজারের বেশি ভিউ হয়েছে। অজস্র কমেন্ট এবং লাইক পড়েছে।
এরিক, শ্রীলঙ্কায় বসবাসকারী একজন মার্কিনি, তাঁর গলার জাদুতেই মজে নেটিজেনরা। নানান মনোরম জায়গায় গানের এই ভিডিওটি শ্যুট করা হয়েছে। ভিডিওতে তাঁকে নিজের টুইস্ট দিয়ে গানটি গাইতে দেখা গেছে। তিনি নিজে বেশ কিছু ইংরাজি গানের সংমিশ্রণে উপস্থাপিত করেছেন এই গান। আর এই রিমেক গানের ভিডিও ভাইরাল হতেই তা এককথায় সুপারহিট। ভিডিওটি ইউটিউবে আপলোডের পরই তা দ্রুত ভাইরাল হয়েছে।
এদিকে এই রিমেক ভার্সন ভাইরাল হতেই তাতে অজস্র ভিউ হয়েছে। প্রচুর লাইক এবং কমেন্ট পড়েছে রিমেক ভিডিওতে। অনেকেই মন্তব্যে জানিয়েছেন, এই গানের সুর মুল গানের থেকেও ভাল। আপনিও জানান কেমন লাগল আপনার এই রিমেক ভার্সন?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন