Advertisment

viral: প্যাডেল না করেই সাইকেলের বুলেট গতি, শোরগোল ফেলা আবিষ্কার, যুবকের কীর্তি এখন জোর চর্চায়!

ওই ব্যক্তি সাইকেলের পিছনে একটি ব্যাটারি ইনস্টল করে এবং সেটির সঙ্গে দুটি ফ্যানকে কানেক্ট করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
viral cycle

সাইকেলের পিছনে একটি ব্যাটারি ইনস্টল করে এবং সেটির সঙ্গে দুটি ফ্যানকে কানেক্ট করা হয়েছে।

একমাত্র অভিনব উদ্ভাবনই পারে জীবনকে আরও সহজ করে তুলতে। আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এমন তাক লাগানো আবিষ্কারের নানান ভিডিও ভিডিও দেখি এবং সেই সকল ভিডিও আমাদের ভাবতে বাধ্য করে কীভাবে এটা সম্ভব? এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি সাইকেলে কাণ্ড করেছে যে তার কাণ্ডে যে কেউ অবাক হয়ে যাবেন।

Advertisment

আসলে ওই ব্যক্তি সাইকেলের পিছনে একটি ব্যাটারি ইনস্টল করে এবং সেটির সঙ্গে দুটি ফ্যানকে কানেক্ট করেছেন। এর ফলে রাস্তায় আর প্যাডেল করতে হচ্ছে না। এমনিতেই রাস্তায় ছুটছে সাইকেলটি। উভয় ফ্যান চালু করলে সাইকেলটি বাইকের সমান গতিতে ছুটতে শুরু করবে।

@bapu_zamidar_short ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৪ লাখের বেশি মানুষ লাইক করেছেন।

অনেকেই ভিডিওটিতে মন্তব্যও করেছেন। একজন লিখেছেন - ফ্যানের বদলে মোটর বসাতে পারলে ভালো হতো। আরেকজন ব্যবহারকারী লিখেছেন- আমি আমার বুলেট বিক্রি করে এমন একটি সাইকেল কিনব।

viral
Advertisment