জয়পুরে বিকোচ্ছে মিরিন্ডা ফুচকা, ভিডিও দেখেই ভিরমি খাচ্ছেন নেটিজেনরা

এই ভিডিও ভাইরাল হতে তাতে ৩ লক্ষের বেশি ভিউ হয়েছে।

এই ভিডিও ভাইরাল হতে তাতে ৩ লক্ষের বেশি ভিউ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জয়পুরে বিকোচ্ছে মিরিন্ডা ফুচকা, ভিডিও দেখেই ভিরমি খাচ্ছেন নেটিজেনরা

ফ্যান্টা ম্যাগি, ফায়ার মোমো এবং ওরিও পাকোড়ার মতো বেশ কিছু আজব রেসিপি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার তাতে সাম্প্রতিকতম সংযোজন, মিরিন্ডা ফুচকা। এমন রেসিপিতে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা।

Advertisment

জয়পুরের এক ফুচকা বিক্রেতাকে দেখা গেছে, ফুচকাতে টক জলের বদলে মিরিন্ডা মিশিয়ে তা পরিবেশন করছেন। এবং এক ফুড ব্লগার সেই ভিডিও পোস্টও করেছেন। সেই ফুচকা খেয়ে তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে এমন স্বাদ তিনি এর আগে কখনও পাননি।

চটোরে ব্রাদার্স নামে একটি ইন্সটাগ্রাম পেজ থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। ভিডিওতে ফুচকা বিক্রেতাকে মিরিন্ডার বোতলটা ঝাঁকিয়ে তারপর সেটিকে একটি পাত্রে ঢালতে দেখা যাচ্ছে। ফুচকায় আলুর পুর দেওয়ার পর ফুড ব্লগারকে ফের তাতে ঠাণ্ডা পানীয় ঢালতে দেখা গেছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এখনও পর্যন্ত ৩ লক্ষেরও বেশি ইউজার সেটি দেখে ফেলেছেন। আর সেটি দেখে বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজেনরা। কেউ কমেন্টে লিখেছেন ‘মেজাজ টাই খারাপ হয়ে গেল’, তো কেউ আবার লিখেছেন, ‘ননসেন্স’! এমন ফুচকা খাওয়ার ইচ্ছাও কেউ প্রকাশ করেননি। তবে ফুড ব্লগারের বয়ান অনুসারে ‘ফুচকার এমন স্বাদ তিনি অতীতে কখনও পাননি’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mirinda golgappa