New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-97.jpg)
রাস্তার ধারে পানীয় বিক্রি করতে আসেন লাখ টাকার বাইক চেপে।
রাস্তার ধারে পানীয় বিক্রি করতে আসেন লাখ টাকার বাইক চেপে।
রাস্তার ধারে পানীয় বিক্রি করতে আসেন লাখ টাকার বাইক চেপে।
দেশী স্টাইলে লাখ টাকার বাইক চেপে রাস্তায় ‘বিদেশী পানীয়’ বিক্রি, যুবকের স্টাইল চমকে দিয়েছে সকলেই।করোনা সংকটের কারণে চাকরি গিয়েছে বহু মানুষের। অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হতেই নিজস্ব স্টার্টআপ খুলেছেন। এমনই এক যুবকের কাণ্ড আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যিনি রাস্তার ধারে পানীয় বিক্রি করতে আসেন লাখ টাকার বাইক চেপে।
ভিডিওর শুরুতে যুবককে একটি দামি স্পোর্টস বাইক করে আসতে দেখা যাচ্ছে। রাস্তার পাশে বাইক পার্ক করেন এবং তার হেলপারকে কার্টটি নিয়ে আসেন। তিনি কীভাবে পুরো পানীয়টি তৈরি করেন তাও তিনি ভিডিওতে ব্যাখ্যা করছেন। দিল্লির দ্বারকা এলাকায় যুবকের একটি ‘বিদেশী পানীয়’বিক্রির কার্ট রয়েছে।
এই ভিডিওটি ১৮ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @liveforfood007 থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যাতে যুবককে রাস্তায় বিদেশী পানীয় বিক্রি করতে দেখা যায়। ভিডিওতে বলা হয়েছে, তিনি একটি কোরিয়ান পানীয় বিক্রি করছেন।