New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/china_1200_.jpeg)
সকলেই ৬ জনের এই সাহসিকতার জন্য তাঁদের কুর্নিশ জানিয়েছেন।
এক বহুতলে আগুন লেগে যাওয়ার কারণে সেখানে আটকে পড়ে ২ জন শিশু। তাদের উদ্ধারের জন্য রীতিমতো একে অপরের সঙ্গে হাতে হাত ধরে চেন তৈরি করেন ৬ জন স্থানীয় বাসিন্দা। এবং তাঁদের একান্ত চেষ্টায় অবশেষে বহুতল থেকে আটকে থাকা শিশুদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। রাতারাতি সেই ৬ জনকে “হিরো” বলেই সম্বোধন করেছেন নেটিজেনরা।
ঘটনাটি চিনের হুনানের জিনটিয়ান এলাকার। ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানের একটি বহুতলের তিনতলায় আগুন লেগে যায়, ভিতরে ছিল দুটি ছোট মেয়ে। তাদের উদ্ধারের জন্য ৬ জন স্থানীয় মানুষ একটি চেন তৈরি করে জানলা দিয়ে ভিতরে আটকে থাকা ছোট মেয়ে দুটিকে উদ্ধার করে আনেন। তাঁদের এই সাহসিকতা এবং বুদ্ধিমত্তার তারিফ করেছেন সকলেই।
ক্লিপের শেষের দিকে, দেখা যায়, ২ জন দমকল বিভাগের কর্মী তাঁদের সাহায্য করতে এলাকায় একটি মই নিয়ে হাজির হন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়। ভাইরাল হতেই ভিডিওটিতে কয়েক হাজার ভিউ হয়েছে। সকলেই ৬ জনের এই সাহসিকতার জন্য তাদের কুর্নিশ জানিয়েছেন। তবে বহুতলটি কেন গ্রিল দিয়ে ওইভাবে আচ্ছাদিত ছিল সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন