বাঁদর মানেই যে সবসময় বাঁদরামি এমন ধারণা বদলানোর সময় এসে গিয়েছে। সম্প্রতি এক ভিডিও তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়, যেখানে একটি বাঁদরকে পার্লারে বসে চুলদাড়ি কাটতে দেখা গিয়েছে। এমন ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। আইপিএস রুপিন শর্মা এই ভিডিও টুইটারে পোস্ট করেছেন। আর তার পরই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে মানুষের কায়দায় সেলুনের চেয়ারে বসে রয়েছে এক বাঁদর, গলায় তোয়ালে জড়ানো। হেয়ারড্রেসার প্রথমে তার মুখের চুল আঁচড়ান এবং তারপর একটি বৈদ্যুতিক ট্রিমার দিয়ে ছাঁটা শুরু করেন। বাঁদরটি বারবার আয়নায় দেখতে থাকে তাঁকে কেমন লাগছে। সেলুনে হাজির অন্যান্য মানুষ জন এসে এমন ঘটনা দেখে প্রথমেই চমকে ওঠেন। তারপর তাঁরা সেটি তাদের মোবাইলে রেকর্ড করেন। স্বভাবতই এমন ভিডিও পোস্ট হতে বেশি সময় লাগেনি।
এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এবার অনেক বেশি স্মার্ট লাগছে’। ভাইরাল এই ভিডিওটি ইতিমধ্যেই অজস্র ভিউ হয়েছে। মজার অনেক কমেন্টে ভরে উঠেছে এই ভিডিও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন