কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, জলের তলায় দিল্লি বিমানবন্দরের ভাইরাল ভিডিও। এবার আবারও খবরের শিরোনামে দিল্লি বিমানবন্দর। তবে এবারের কারণ জানলে অবাক হবেন আপনিও। ব্যস্ত সময়ে সকলেই তাড়াহুড়ো করছেন, কেউ ধরতে যাবেন বিমান, অথবা কেউ বিমান থেকে নেমে নিজস্ব গন্তব্যস্থলে পৌছাবেন। এর মাঝেই হঠাৎ করে থমকে গেলেন সকলে, কেন? দিল্লি বিমানবন্দরের প্রিমিয়াম লাউঞ্জের বার কাউন্টারে বসে রয়েছে একটি বাঁদর, আর সে আপন মনে ফলের রস খাচ্ছে। সকলেই তখন সেই দৃশ্য দেখতে ব্যস্ত। কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন বাঁদরের এই কীর্তি। আবার কেউ নিজের মোবাইল বের করে এমন সাধের ঘটনা ফ্রেমবন্দি করছেন। এর পর তা শেয়ার হয়, সোশ্যাল মিডিয়ায়। আর শেয়ার হতেই ঝড়ের বেগে তা ছড়িয়ে পরে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে এর আগেও একাধিক মজার ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে দেখা গিয়েছিল, স্কুলের প্রিন্সিপালের চেয়ারে বসে বাঁদরের ফটোসেশনের এক মজার ভিডিও। আর এবার ভাইরাল দিল্লি বিমানবন্দরের প্রিমিয়াম লাউঞ্জের বার কাউন্টারে আয়েস করে বসে মনে সুখে জ্যুস খাচ্ছে একটি বাঁদর। যদিও বাঁদরটি কারওর কোনও ক্ষতি করেনি। ভিডিও ভাইরাল হতেই বিমানবন্দরের ভিতরে বাঁদরের উপস্থিতি নিয়ে অস্বস্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্টে বাঁদরের জ্যুস খাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে নিলেও আদতে ঘটনাটি কবে, কোন সময় ঘটেছে সেটা জানা সম্ভব হয়নি। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের তরফে এই বিষয়ে কোনও লিখিত বিবৃতি জারি করা হয়নি। দিল্লি থেকে মুম্বইগামী এক যাত্রীর কথায় ঘটনাটি শুক্রবার সন্ধ্য়ায় ঘটেছে।
এই মজার ভিডিও ভাইরাল হতেই তাতে অজস্র ভিউ হয়েছে, প্রচুর লাইক এবং কমেন্টও পড়েছে ভিডিওটিতে। তবে অনেকেই তাঁদের কমেন্টে বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতিকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন, তবে সে ব্যাপারে মুখ খোলেনি কর্তৃপক্ষ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন