Advertisment

ফুটপাত থেকে লক্ষ্য আন্তর্জাতিক খ্যাতি, কফি বিক্রি করেই স্বপ্নপূরণে প্রাণপাত তরুণের

রাস্তার ধারে 'কফি শপ', বিশ্বব্যাপী পরিচিতির বিরাট লক্ষ্য তরুণ উদ্যোক্তার।

author-image
IE Bangla Web Desk
New Update
mumbai coffee bar,viral coffee bar mumbai,viral coffee bar mayank pandey,mayank pandey coffee,mumbai coffee seller global

রাস্তার ধারে 'কফি শপ', বিশ্বব্যাপী পরিচিতির বিরাট লক্ষ্য তরুণ উদ্যোক্তার।

রাস্তার ধারে 'কফি শপ', বিশ্বব্যাপী পরিচিতির বিরাট লক্ষ্য তরুণ উদ্যোক্তার। তার সোশ্যাল মিডিয়া পোস্ট রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে স্টার্ট-আপ সংস্কৃতি। এমন অনেক তরুণ উদ্যোক্তার কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যারা অন্যদেরও অনুপ্রেরণা জোগায়। তেমনই তরুণের পোস্ট লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

Advertisment

টুইটার ইউজার @DPrasantNair তার টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ছবি টুইট করেছেন যাতে এক যুবককে রাস্তার ধারে কফি বিক্রি করতে দেখা যায়। সেই স্টল নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন তা অনুপ্রেরণামূলক।

মানুষের যদি কিছু করার লক্ষ্য থাকে, কঠিন পরিস্থিতিতে হাল না ছেড়ে যারা লড়াই জারি রাখেন তারা জীবনে সফল হতে বাধ্য। মুম্বইয়ের এক যুবক সম্প্রতি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া শিরোনামে। রাস্তার পাশে একটি কফি স্টল দিয়েছেন তিনি। বিশেষ বিষয় হল যুবকের লক্ষ্য আন্তর্জাতিক পরিচিতি।

ছবিটি পোস্ট করে ব্যবহারকারী লিখেছেন- “আমি গতকাল রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমার চোখ গেল এই ব্যক্তির কফি স্টলে যার নাম 'কফি বার'। ওই স্টলের সামনে একটা ছোট পোস্টার বেশ আকর্ষণীয় ছিল। তাতে লেখা ছিল তিনি কফি বারকে বিশ্ববাজারে নিয়ে যেতে চান। দেশের তরুণরা যখন এভাবে চিন্তা করে, তখন সেই ভাবনা দেশের জন্য ভাল"।

তরুণ কফি বিক্রেতার এই পোস্টটি ভাইরাল হচ্ছে, এটি ১০ ​​লাখেরও বেশি ভিউ হয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বললেন 'ঈশ্বর ওনাকে এগিয়ে চলার সাহস দিন'। অপর এক ইউজার বলেছেন, 'বড় স্বপ্ন দেখলেই তা পূরণ করা যায়'।

viral
Advertisment