সোশাল মিডিয়ায় সবচেয়ে চর্চার মানুষ এখন দিদিমা। যার পক্ক কেশ। চামড়ায় কুচকে শুধু যায়নি, ঝুলেও পরেছে। কিন্তু তাতেও সাজের বাহার একটুও কমেনি। রঙ বে রঙেন সেজে সাহসী ছবি তুলে ধরেছেন সোশাল মিডিয়ায়। যা দেখে তাজ্জব বনেছে নেট নাগরিকরা।
মূলত ইনস্টাগ্রাম কাঁপাচ্ছেন এই দিদিমা। নাম হেরেল রুথ এলাম। এক সংবাদ সূত্রে জানা গেছে, এই বয়স্ক মহিলার বয়স প্রায় ৯৫। সঠিক তথ্য পাওয়া যায়নি। নিয়মিত সেজে গুজে ছবি শেয়ার করেন ইনি। লাইক ও ভিউ এর সংখ্যা বেশি দেখে চক্ষু ছানাবড়া সোশাল মিডিয়ার। অনেকেই ‘নতুন প্রজন্মে’র বৃদ্ধার রোজকার আপডেট দেখতে তাঁকে ফলো করেন। ছবি দেখলেই বোঝা যায়, তিনি কোনো একটা রঙ নয়, সমস্ত রকম রঙের ফ্যাশন পছন্দ করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর নাম ‘বাডি উইঙ্কেল’। সম্প্রতি তার ফলোয়ার্স ৩.৮ মিলিয়ন।