/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/viral-feature.jpg)
সংসদে চলছে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পুনর্নির্মাণ নিয়ে গুরুতর আলোচনা। সেই সময় এক সাংসদ স্পিকারকে সাক্ষী রেখে আরেক সাংসদকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। সংসদের অন্দরমহলের এই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
সংসদের মাঝে ইতালির ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্নির্মাণের বিষয়ে কথা বলার আগে বক্তব্য রাখেন বছর তেত্রিশের ফ্ল্যাভিও দি মুরো। তখনই বলেন, "সংসদে প্রতিদিন আমরা রাজনৈতিক বিষয় নিয়ে বেশি আলোচনা করে থাকি। বিতর্কের সৃষ্টিও হয় সংসদের মধ্যে। আমাদের যাঁরা ভালোবাসেন তাদের সবসময় উপেক্ষা করে যাই"। তারপরই হঠাৎ ফ্ল্যাভিও বলে ওঠেন, “এটা আমার কাছে একটা বিশেষ দিন। এলিসা, তুমি কি আমাকে বিয়ে করবে?”
আরও পড়ুন: প্রিয়াঙ্কা চোপড়া ‘কংগ্রেসে’!
প্রস্তাব রাখার মুহূর্তে, টেবিলের নিচে থেকে আংটির বাক্স বের করে, এলিসার দিকে এগিয়ে দেন। সংসদের বাকি সদস্যরা ফ্ল্যাভিওকে অভিনন্দনও জানান। এমনকি সংসদের স্পিকারও। তবে তিনি মনে করিয়ে দেন যে সংসদ বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য যথাযাথ জায়গা নয়।