Advertisment

Fact Check: হিন্দু থেকে মুসলিম হলেই মিলবে নগদ উপহার! ভাইরাল বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শোরগোল

ফেসবুকে এই পোস্টটি ঝড়ের বেগে শেয়ার হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
fact check

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের জমিয়ত আহলে হাদিসের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে boomlive.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের জমিয়ত আহলে হাদিসের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যাতে দাবি করা হয়েছে ভারতীয় হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদের নগদ অর্থ পুরষ্কার হিসাবে দেওয়া হবে। ফেসবুকে এই পোস্টটি ঝড়ের বেগে শেয়ার হয়। বেশ কিছু ইউজার ক্যাপশনে বেশ কিছু কুমন্তব্য করেন।

বুম এই সংক্রান্ত তথ্য যাচাই করতে ময়দানে নামে । যাতে দেখা যায় বাংলাদেশী ধর্মীয় সংস্থার সেটি এক পুরনো বিজ্ঞপ্তি। যাকে বিকৃত করে তৈরি করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। যেটি ৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে আপলোড করা হয়। যার রেফারেন্স নম্বর ভাইরাল ছবির রেফারেন্স নম্বরের সঙ্গে হুবহু মিলে যায়। আসলে বিজ্ঞপ্তিটি মুসলিম নাগরিকদের মধ্যে কোরান ও হাদিস শিক্ষা প্রচারের একটি বিজ্ঞপ্তি। ধর্মীয় সংস্থার মিডিয়া-ইন-চার্জ মহম্মদ জনি আহমেদ এই ধরণের ভাইরাল বিজ্ঞপ্তির দাবিকে সম্পুর্ণ অস্বীকার করেন।

<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে boomlive.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>

viral
Advertisment