ভারতীয় রেল কি বড়সড় পরিবর্তনের সাক্ষী হতে চলছে? রেলমন্ত্রীর সর্বশেষ টুইট সেই বিষয়কেই সিলমোহর দিয়েছে। তিনি সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন এবং সাধারণের কাছে জানতে চেয়েছেন এটি একটি ক্যাফে নাকি রেলওয়ে স্টেশন? অজস্র লাইক ও কমেন্টে ভরে উঠেছে এই ছবিটি।
ছবি শেয়ার করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জায়গাটি অনুমান করতে বলেছেন নেটিজেনদের। ছবি ঘিরে মন্তব্যের বন্যা। তিনি তার ফলোয়ারদের একটি ইঙ্গিতও দিয়েছেন। তাতে তিনি লিখেছেন ক্যাফের মত দেখতে হলেও এটি আসলে একটি রেলস্টেশন।
ছবিতে চা এবং মকটেল অফার করার জন্য একটি সুন্দর সিঁড়ি সহ একটি বিক্রয় কাউন্টারও দেখা যাচ্ছে। কিছু ব্যবহারকারী বলেছেন যে এই জায়গাটি দেখতে একেবারেই ক্যাফের মতো। ছবিটিতে প্রায় ১৬ হাজার লাইক, ১০ লক্ষ ভিউ হয়েছে। শেয়ার করা এই ছবিগুলো মানুষের নজর কেড়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রতিদিন তার সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের সঙ্গে রেলের নানান আকর্ষণীয় ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন। সম্প্রতি, তিনি একটি শিশুর একটি ছবি পোস্ট করেছিলেন যেটিতে একটি শিশু আরামে শুয়ে আছে এবং জানালার বাইরে তাকিয়ে আছে। রেলমন্ত্রী তার অনুগামীদের প্রশ্ন ছুঁড়েছেন এটা ট্রেনের কোচ নাকি বিমানের সিট।