বাড়ি ভাড়ার অগ্রিম টাকা দিতে নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিলেন এক যুবক। আর সেই বিজ্ঞাপন মুহূর্তেই ভাইরাল হয়ে গেল নেটপাড়ায়। বেঙ্গালুরুর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘর ভাড়ার অগ্রিম টাকা দেওয়ার জন্য নিজের কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন এক যুবক। এই সংক্রান্ত একটি পোস্টও ক্রমশ ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া এই পোস্ট দেখে সবাই অবাক। এর আগে আইফোন কেনার জন্য কিডনি বিক্রির মেমস ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ছবিটি একটি মেম কিনা তা এখনও পরিষ্কার নয়। বাড়িওয়ালাকে অগ্রিম টাকা দিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন ওই যুবক।
যুবকের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত শেয়ার হচ্ছে। ভাইরাল হওয়া এই বিজ্ঞাপনে লেখা আছে বাম কিডনি বিক্রি আছে, বাড়ি ভাড়ার টাকা দেওয়ার জন্য সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। বিজ্ঞাপনের বয়ানে লেখা বাড়িওয়ালাকে সিকিউরিটি ডিপোজিট দেওয়ার জন্য টাকার প্রয়োজন। ব্যবহারকারী আরও লিখেছেন যে ‘আমি রসিকতা করছি’। কিন্তু ইন্দিরানগরে আমার একটা বাড়ি দরকার। বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কাছে সিকিউরিটি মানির দাবি করেন, আর সেই অঙ্কটা বিশাল। সেই টাকা জোগাড় করতেই এমন বিজ্ঞাপন দিয়েছেন। যদিও নেহাতই রসিকতা করতেই এমন বিজ্ঞাপন দিয়েছেন ওই যুবক।
এই পোস্টটি টুইটারে শেয়ার করেছেন রাম্যাখ নামে এক যুবক। ছবি ভাইরাল হলে ব্যবহারকারীদের নানান মন্তব্য সামনে আসছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে আমি 2 BHK এর জন্য সিকিউরিটি ডিপোজিট হিসাবে দেড় লক্ষ টাকা দিয়েছি। অন্য জন ব্যবহারকারী লিখেছেন যে আমি উলসুরে একটি 2BHKবাড়ির জন্য সিকিউরিটি ডিপোজিট ৯০ হাজার টাকা দিয়েছি। পোস্টটি দ্রুত ভাইরাল হয়েছে এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বেশ আশ্চর্যজনক।