/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_33cc40.jpg)
মুম্বইয়ের হোটেল তাজের প্রাঙ্গনে একটি কুকুরকে ঘুমোতে দেখেন রুবি। খোঁজ নিয়ে জানতে পারেন কুকুরটি জন্মের পর থেকেই সেখানে রয়েছে।
পথকুকুরদের প্রতি রতন টাটার ভালবাসা সর্বজন বিদিত। তাজ হোটেলের প্রাঙ্গনে নিশ্চিন্তে একটি পথকুকুরকে ঘুমাতে দেখেন
রুবি খান নামের এক লিঙ্কডইন ইউজার। তিনি তাঁর পোস্টে কুকুরটির ছবির সঙ্গে রতন টাটার উদারতার কথা ফের একবার সর্বসমক্ষে এনেছেন। তাঁর সেই হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্ট সকলের মন জয় করেছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Capture.png)
রুবি খান নামের এক লিঙ্কডইন ব্যবহারকারীর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। রুবি পেশায় একজন এইচআর ম্যানেজার। মুম্বইয়ের তাজ হোটেলের প্রাঙ্গণে একটি কুকুরকে ঘুমোতে দেখে তিনি কুকুরটির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই সঙ্গে রতনটাটার পথকুকুরদের প্রতি ভালবাসার কথাও শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে এই পোস্ট। পোস্টে তিনি রতন টাটার উদারতাকে তুলে ধরেছেন।
আরও পড়ুন - < Trending Video: হাড়ের চাপে ভাঙল নারকেল! কিশোরের অসাধ্য সাধন, তোলপাড় নেটপাড়া >
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_f3fd39.jpg)
মুম্বইয়ের হোটেল তাজের প্রাঙ্গনে একটি কুকুরকে ঘুমোতে দেখেন রুবি। খোঁজ নিয়ে জানতে পারেন কুকুরটি জন্মের পর থেকেই সেখানে রয়েছে। হোটেলের কোন কর্মী কুকুরটিকে সেখান থেকে তাড়াতে সাহস করে না। রুবি তার লিঙ্কডইন পোস্টে লিখেছেন, "আমি কৌতূহল বশত হোটেলের কর্মীদের কাছে কুকুরটি সম্পর্কে জিজ্ঞাসা করি এবং আমি জানতে পারি কুকুরটি জন্ম থেকেই হোটেল প্রাঙ্গনেই থাকে। রতন টাটার নির্দেশ এই ধরণের আশ্রয়হীন প্রাণীদের কোন ভাবেই সেখান থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে"। এই পোস্টটি লিঙ্কডইনে খুব ভাইরাল হয়েছে এবং লোকেরা টাটা গ্রুপ এবং রতন টাটার এই পদক্ষেপের প্রশংসা করছেন।