কেউটে গায়ে 'বিষাক্ত' প্রি-ওয়েডিং ফটোশুট, অস্কার দেওয়ার দাবি দম্পতিকে

কেউটের সঙ্গে প্রিওয়েডিং শুটের পোজ দিতে দেখা যায় দম্পতিকে।

কেউটের সঙ্গে প্রিওয়েডিং শুটের পোজ দিতে দেখা যায় দম্পতিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pre-Wedding Photoshoot With Snake, Man Woman And Cobra, Cobra, Bizarre Pre-Wedding Photoshoot, Pre-Wedding Photoshoot, wedding, viral photo,

আজকাল দারুণ জনপ্রিয় প্রি-ওয়েডিং শুট। বিয়ের আগে সকলেই প্রি-ওয়েডিং ফটোশুটে নিজেদের সেরার সেরা জাহির করে তোলার আপ্রাণ চেষ্টা করেন। সেক্ষেত্রে শুট লোকেশন থেকে পোশাক সব কিছুর ওপর বাড়তি নজর দেন দম্পতিরা। তবে সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে একেবারে তাজ্জব হয়ে গেছেন নেটিজেনরা। কেউটের সঙ্গে প্রিওয়েডিং শুটের পোজ দিতে দেখা যায় দম্পতিকে। বিবেক নামের এক ব্যবহারকারী জানিয়েছেন এর পেছনের পুরো ঘটনা।

Advertisment

সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় বিয়েতেও এসেছে অনেক পরিবর্তন। বিয়ের আগে এখন প্রি-ওয়েডিং ফটোশুট এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। বিয়ের প্রতিটি মুহুর্তকে স্মরণীয় করে রাখতে, দম্পতিরা কোন খামতি রাখতে চান না। এমনই এক প্রিওয়েডিং ফটোশুট সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। তা দেখে হতবাক নেটিজেনরা। আসলে, ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে কেউটে নিয়ে প্রি-ওয়েডিং শুটে মত্ত হব্য দম্পত্তি।

Advertisment

আপনিও নিশ্চয়ই অনেক প্রি-ওয়েডিং ফটোশুট দেখেছেন, কিন্তু কাউকে কি সাপের সঙ্গে পোজ দিতে দেখেছেন? এমনই কিছু করে ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছেন এক দম্পতি। টুইটারে বিবেক নামের এক ব্যবহারকারী এই অনন্য প্রি-ওয়েডিং ফটোশুটের পুরো গল্প জানিয়েছেন। একটি ছেলে এবং একটি মেয়ে কীভাবে মিলিত হয় এবং তারপর প্রেমে পড়ে তা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ফটোশুটে দেখানো হয়েছে মেয়েটি বাড়ির বাইরে হাঁটছিল, যখন কেউটের মুখোমুখি হয়। তারপর স্নেক ক্যাচার ছেলেটি তার জীবন বাঁচায় এবং তারপর থেকেই শুরু হয় তাদের প্রেম। এই ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে ফটোশুটের মধ্য দিয়ে।

এই অদ্ভুত ফটোশুট এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ কেউ বলছেন – 'নাগরাজ জুটি বেঁধেছেন', আবার অনেকেই হাসি থামাতে পারছেন না। একজন ব্যবহারকারী বলছেন, 'স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্যাটাগরিতে অস্কারের এনাদের এই ছবি মনোনীত হওয়া উচিত'।

Viral Video