New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/Python.jpg)
অ-এ অজগর আসল তেড়ে!
অ-এ অজগর আসল তেড়ে!
জে ব্রিউয়ার, ক্যালিফোর্নিয়ার একটি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা। তিনি এর আগে তার ইনস্টাগ্রাম পেজে আপলোড করেছেন সাপ এবং কুমিরের মতো বিপজ্জনক সরীসৃপের সঙ্গে তাঁর অন্তরঙ্গতার ভিডিও। যা তাকে নেটদুনিয়ায় এক আলাদা পরিচিতি দেয়।
সম্প্রতি তিনি একটি ভিডিও তার ইন্টাগ্রাম পেজে আপলোড করেন যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সর্বশেষ পোস্টে, দেখা যাচ্ছে সরীসৃপ চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা, জে ব্রিউয়ারকে একটি অজগর আক্রমণ করছে। তাও একবার নয়, দুবার। ভিডিও দেখে চমকে ওঠেন নেটিজেনরা।
৪.৪ মিলিয়ন ফলোয়ার থাকায় তাঁর পোস্ট করা এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ক্লিপ জুড়ে অজস্র কমেন্ট দেখতে পাওয়া গেছে। অনেকেই তাঁদের কমেন্টে সাপ সামলাতে গিয়ে ব্রিউয়ারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। অনেকেই স্পষ্ট ভাবে জানান, এই ভিডিও দেখে তাঁরা রীতিমতো ভয় পেয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন