Advertisment

'মানিকে মাগে হিতে'র সুরে এবার গলা মেলালেন রানু মণ্ডল, ভাইরাল ভিডিও

লাল রঙের টপ পরে মনের আনন্দে 'মানিকে মাগে হিতে' গানটি গেয়ে চলেছেন রানু।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মানিকে মাগে হিতে-র ম্যাজিকে এবার গলা মেলালেন রানু মন্ডল

শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি ডি সিলভার গাওয়া সিংহলি গান 'মানিকে মাগে হিতে'র জাদুতে মুগ্ধ সকলে, সেলেব থেকে সাধারণ মানুষ নেটদুনিয়াও কাপাচ্ছে জনপ্রিয় এই সিংহলি গান। গানের সুরের জাদুতে মাতোয়ারা সকলে। ইউটিউবারদের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে এই ভাইরাল হওয়া গানকে নিয়ে। অনেকেই বিভিন্ন ভাষার গানের কথার সঙ্গে মিশিয়ে দিচ্ছে এই জনপ্রিয় গানের সুর। এবার সেই তালিকায় যোগ দিলেন রানু মণ্ডল।

Advertisment

গত বছর সাথিশান রত্নায়েকের গাওয়া গানেই জনপ্রিয় হন সিংহলি র‍্যাপ-পপ গায়িকা ইয়োহানি ডি সিলভা,এই প্রেমের গানে তাঁর স্বতন্ত্র গায়কীর ছোঁয়া। ডুলান এআরএক্সের লেখা গানটি জনপ্রিয় হয়েছিল ২০২০-তেই। সেই গানই নিজস্ব ঢঙে গাওয়ার পর তাঁর নয়া রূপ গত ২২ মে ইয়োহানি ইউটিউবে আপলোড করেন। তার পরেই জনপ্রিয়তার শিখর ছোঁয় ইয়োহানির এই গান।

লতার গান গেয়ে রাতারাতি শিরোনামে এসেছিলেন রানাঘাটের রানু মণ্ডল। এবার 'মানিকে মাগে হিতে'র জাদুতে গলা মেলালেন রানু। বছর দুয়েক আগে তার গাওয়া 'এক পেয়ার কা নাগমা হ্যায়'-এর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর খ্যাতি অর্জন করেছিলেন তিনি, এখন 'মানিকে মাগে হিতে' ম্যাজিকে আরও একবার নিজেকে ভাসিয়ে শিরোনামে থাকতে প্রস্তুত রানু মণ্ডল। 'মানিকে মাগে হিতে' (Manike Mage Hithe) জ্বরে কাবু নেটপাড়া। সিংহলি ভাষায় শ্রীলঙ্কার এই গানে বুঁদ তারকা থেকে সাধারণ মানুষ। নয়া ট্রেন্ড থেকে বাদ যাননি ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডল (Ranu Mondal)। 'মানিকে মাগে হিতে' গেয়ে ফের ভাইরাল (Viral) তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের টপ পরে মনের আনন্দে 'মানিকে মাগে হিতে' গানটি গেয়ে চলেছেন রানু। এদিকে এই ভিডিও ভাইরাল হতেই ইতিমধ্যেই প্রায় পাঁচ লক্ষের বেশি ভিউ হয়েছে। এর আগে খ্যাতি অর্জনের পরে সুরকার হিমেশ রেশমিয়া তাকে তার 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' সিনেমায় গান করার সুযোগও দিয়েছিলেন। কিন্তু তার পর লাইমলাইটের বাইরে চলে যেতে থাকেন রানু। তবে ইয়োহানি ডি সিলভার গাওয়া গানের সুরে আবারও যে রানু আরও একবার সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠলেন তা বলার অপেক্ষা রাখে না। তবে অনেকেই রানুর গলায় এই গান সেভাবে পছন্দ করেননি, সঙ্গে তার পোশাক নিয়েও ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ranu Mondol
Advertisment