ঢাকের তালে 'মানিকে মাগে হিথে’, অনীকের সুরের ম্যাজিকে মন্ত্রমুগ্ধ নেটিজেনরা

অনীকের ভাইরাল ভিডিও’য় মন্ত্রমুগ্ধ নেটদুনিয়া।

অনীকের ভাইরাল ভিডিও’য় মন্ত্রমুগ্ধ নেটদুনিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
aneek dhar

শিল্পী অনীক ধর।

জনপ্রিয় সিংহলf গান 'মানিকে মাগে হিথে’র ম্যাজিকে মজে কোটি কোটি জনগণ। সকলের মুখে মুখে ভাইরাল এই গান। শ্রীলঙ্কান পপ কুইন ইওহানি ডি'সিলভা’র এই গানের পর গায়িকার জনপ্রিয়তাও এখন বিশ্বজুড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একের পর প্রতিভা। ইতিমধ্যে এই গানের মার্কিন ভার্সন নজর কেড়েছে সকলের। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'মানিকে মাগে হিথে' গানের সঙ্গে অনীকের ঢাক বাজানোর ভিডিও। অনীকের ভাইরাল ভিডিও’য় মন্ত্রমুগ্ধ নেটদুনিয়া।

Advertisment

সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর অনীকের এই ভিডিও ভাইরাল হতেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। সকলেই অনীকের ঢাক বাজানোর তারিফ করেছেন। ঢাক বাজিয়ে মানিকে মাগে হিথে আগে কেউ শোনেননি। স্বাভাবিকভাবেই এমন অনন্য পরিবেশনা দৃষ্টি আকর্ষণ করেছে বাংলা পেরিয়ে ভিন রাজ্যের নেটাগরিকদেরও। অনীকের ঢাক বাজানো দেখে উচ্ছ্বসিত হয়েছেন সকলেই। মানিকে মাগে হিথের ম্যাজিককে এই অন্য মাত্রা জুড়ে দিয়েছেন অনীক। গানের তালে অনীকের ঢাক বাজানোর এই ভিডিও-তে মজে নেটিজেনরা। নেটিজেনদের উচ্ছ্বাস দেখা যায় তাঁদের কমেন্টে। কেউ লেখেন, "কেয়া বাত দাদা"। কারও মন্তব্য, "খুব ভাল লাগল ঢাকের সঙ্গে মানিকে মাগে হিতে শুনে। ধন্য ভাই’।

এই ভিডিও ভাইরাল হতেই তাতে কয়েক হাজার ভিউ হয়েছে। নেটিজেনরা অনীকের ঢাক বাজানো শুনে তাজ্জব হয়ে গেছেন। সকলেই তার এই প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে জানা যায় এই ভিডিও এবারের দুর্গাপুজোর অষ্টমীর দিন তোলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Manike mage hithe Aneek Dhar