scorecardresearch

বাঁশের মাথায় উঠে শূন্যে ঝুলে কেরামতি, লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে viral এই স্টান্ট ভিডিও

ট্রেন্ডিং ভিডিওটি আপনাদের কেমন লাগল, কমেন্ট করে জানান আমাদের ।

viral, trending

স্টান্ট করার ক্রেজ এখনকার তরুণদের মধ্যেও অনেকটাই বেড়েছে, কেউ বাইক সাইকেল নিয়ে স্টান্ট করছে তো আবার মোটর বাইকে স্টান্ট দেখাতে ব্যস্ত। আজকে যে ভিডিওটি (ভাইরাল ভিডিও) ভাইরাল হয়েছে তাতে কোন সাইকেল বা কোন বাইক দিয়ে নয়, বাঁশের ওপর দাঁড়িয়ে স্টান্টের এক আজব দৃশ্য দেখা যাবে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দুটি ছেলে রয়েছে, যার মধ্যে প্রথম ছেলেটি তার কাঁধের সাহায্যে বাঁশটি সোজা করে দাড় করিয়ে রাখে যার উপর দ্বিতীয়জন উঠে যায় এবং একের পর এক কারসাজি দেখাতে থাকে। যা দেখে নেটিজেনরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। ছেলেটির স্টান্টের এই ভিডিওটি দেখলে আপনি চমকে যাবেন।  তার সাহসিকতা দেখার পরেও আপনি এই ভিডিওটি (ট্রেন্ডিং ভিডিও) বারবার দেখবেন।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও (ইনস্টাগ্রাম ভাইরাল ভিডিও) নিয়ে মানুষজন নানান রকমের প্রতিক্রিয়া দিয়েছেন। একজন ব্যবহারকারী বলেছেন যে ‘দুজনেই দুর্দান্ত কাজ করেছেন’। এই ভিডিওটিতে এখন পর্যন্ত হাজার হাজার লাইক ও লাখ লাখ ভিউ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি ‘ehhmedia’ নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এই ট্রেন্ডিং ভিডিওটি আপনাদের কেমন লাগলো, কমেন্ট করে আমাদের জানান।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Viral stunt video