scorecardresearch

স্টান্ট দেখাতে গিয়ে ‘কেলোর কীর্তি’, ছাদ থেকে মাটিতে আছাড়

ভিডিওটি দেখেছেন ২৭ লাখেরও বেশি ব্যবহারকারী

Funny Video,jump,viral video

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন অনেক ধরনের মজার এবং রোমাঞ্চকর ভিডিও ভাইরাল হয়। এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে নেটিজেনরা তাদের হাসি থামাতেই পারছেন না। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির পাশের ভবনের ছাদে লাফ দিতে গিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল এক ব্যক্তি।  

আজকাল স্টান্টের জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতেও রাজি। সম্প্রতি এমনই এক ব্যক্তিকে বাড়ির ছাদে দৌড়ে এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিতে দেখা যায়। এ সময় হঠাৎ তার পা পিছলে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। যা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে। idcaleem নামের একটি প্রোফাইল থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে নীল কুর্তা ও সাদা পায়জামা পরা এক ব্যক্তিকে বাড়ির ছাদ থেকে লাফ দিতে দেখা যাচ্ছে। ঝাঁপ দিতেই পা পিছলে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে, ব্যক্তি তার স্টান্টে ব্যর্থ হয়। যে কারণে ভিডিও দেখে হাসতে বাধ্য হন ব্যবহারকারীরা। একইসঙ্গে খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ২৭ লাখেরও বেশি ব্যবহারকারী। এক লাখ ৮৬ হাজারের বেশি লাইক সংগ্রহ করেছে ভিডিওটি। ব্যবহারকারীদের ভিডিওটিতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং একে সুপারম্যান হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বর্ণনা করেছেন। অন্যদিকে আরেক ব্যবহারকারী মজার ভঙ্গিতে লিখেছেন, ‘বাংলাদেশি বর্ডার ক্রসিং’। আরেকজন একে পাকিস্তানি অর্থনীতির অবস্থা হিসেবে বর্ণনা করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Viral stunt video