পেশিশক্তির জোরে দেশ দখলের উচ্ছ্বাস। ক্ষমতার আসনে বসার পর যেন 'সব পেয়েছির দেশে'র খোঁজ পাওয়া। সব অপ্রাপ্তির আক্ষেপ মিটিয়ে ফেলার পালা। তালিবান জঙ্গিদের অবস্থা এখন তেমনই। আফগানিস্তানের রাস্তায় রাস্তায় যেমন বন্দুক হাতে বিভীষিকার মতো ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা, তেমনই আবার সেখানকার পার্কগুলোতেও তাদের দাপট।
না, ছোটদের জন্য তৈরি পার্কের পরিবেশ নষ্টের জন্য নয়। বরং উল্টোটাই। ছোটদের জয়রাইডে উঠে দারুণ মজা করছে জঙ্গিরা। অবশ্য তখনও হাতে তাদের বন্দুক। ২০ বছর পর বদলে যাওয়া আফগানিস্তানের এও এক নতুন ছবি। পার্কে নেই কচিকাঁচাদের কলরোল। অথচ বড়দের আনন্দ যেন তাণ্ডবে পরিণত হয়েছে। কাবুলের বিনোদন পার্কে জঙ্গিদের এই জয়রাইডের ভিডিও ভাইরাল। কাবুলে তালিবান তাণ্ডবের নানা ছবি, ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
কিন্তু সোমবার কাবুলের অ্যামিউজমেন্ট পার্কে স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরায় যে ছবি উঠে এল, সেটা নিয়ে আপাতত শোরগোল। 'ধেড়ে খোকা'দের এমন রূপ দেখে নিন্দায় মুখর অনেকেই, কেউ কেউ আবার এই বীভৎসতার দৃশ্য দেখে শিউরে উঠেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে পিস্তল, কাঁধে রাইফেল নিয়েই হই হই করতে করতে পার্কে ঢুকে পড়ল জঙ্গিরা। সপ্তাহখানেক আগেও যেখানে ছোটদের খেলাধুলা, দোলনা, স্লিপে চড়ার ছবি ধরা পড়ত, সেখানেই আমূল বদল। সোশ্যাল মিডিয়ায় ওই সাংবাদিকের পোস্ট করা ভিডিও-য় দেখা যাচ্ছে, ছোটদের স্ট্রাইকিং কারে চড়ে বন্দুক উঁচিয়ে উল্লাস করছে জঙ্গি দল কিংবা কেউ কেউ মেরি-গো-রাউন্ডে সওয়ার। এমনই নানা ভিডিও সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালেই আফগানভূমে বিপন্ন শৈশবের ছবি দেখেছে গোটা বিশ্ব।
এবার ছোটদের বিনোদন পার্কের দখলও নিল জঙ্গিদল। যেখানে শৈশব হেসে খেলে বেড়ানোর কথা, সেখানে বন্দুকধারীরাই তাদের ভূমিকা পালন করছে। এহেন লজ্জাজনক দৃশ্যই আজকের আফগানিস্তানের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছে। যেখানে শিশুরা বন্দি ঘরে, আর তাদের জন্য তৈরি পার্ক, জয়রাইডে চড়ে দিব্যি মজা করছে ভয়ঙ্কর চেহারার জঙ্গিরা। ভিডিও ভাইরাল হতেই তালিবানি বীভৎসতার ভিডিও দেখে নিন্দায় মুখ খেলেছেন নেটিজেনরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন