মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে বিষধর মাকড়শা! শিউরে ওঠা ভিডিও ভাইরাল

ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত এই লোমশ মাকড়সা ট্যারান্টুলা।

ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত এই লোমশ মাকড়সা ট্যারান্টুলা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

কখনও অ্যানাকোন্ডা, কখনও বিষাক্ত সাপ কিংবা সরীসৃপের সঙ্গে তাঁকে দেখা যায়। এবার তিনি আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার দেখা যাচ্ছে মুখের ভিতর থেকে ট্যারান্টুলা বেরিয়ে আসছে ওই ব্যক্তির। যা দেখে শিউরে উঠেছেন সকলেই। এমন আজব ঘটনা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ওই ব্যক্তির নাম জয় ব্রিউয়ার। মার্কিন মুলুকে বেশ খ্যাতনামা তিনি। এর আগেও তিনি একাধিকবার ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁকে দেখা গেছে অ্যানাকোন্ডার সঙ্গে আবার কখনও বিষাক্ত সাপ কিংবা সরীসৃপের সঙ্গে ভাইরাল হয়েছেন তিনি, তাঁর এই আজব কাণ্ডকারখানা ভাইরাল নেটদুনিয়ায়।

Advertisment

অনেকেই জানেন ট্যারান্টুলা একটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির লোমশ মাকড়সা। ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তির মুখের ভিতর থেকে বেরিয়ে আসছে বিষাক্ত এই লোমশ মাকড়সা। যা দেখে চোখ কপালে নেটিজেনদের। তাঁর মুখে বিষধর ট্যারান্টুলা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন কীভাবে এটি সম্ভব করলেন তিনি। সম্ভবত এই ট্যারান্টুলা তার জু’রই।

Advertisment

এদিকে এমন ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক ভিউ হয়েছে এই ভিডিওতে। ৯৫ হাজারের বেশি লাইক পড়েছে। অজস্র কমেন্টে ভরে উঠেছে এই ভিডিও। তবে অনেকেই তাঁকে এই ধরনের কাজ থেকে সাবধান করেছেন, তাঁরা জানিয়েছেন এমন কাজে যে কোনও সময়েই বিপদ ছুঁয়ে যেতে পারে তাঁকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Tarantula zookeeper