কাঁধে হলুদ জামা পরে শুয়ে কুমির! ভাইরাল ভিডিওয় চাঞ্চল্য

পুরো ভিডিওটি রেকর্ড করেছেন, রাচেল বাউম্যান নামের এক পথচারী। তাঁর ভিডিওতেই দেখা গিয়েছে পোষ্যকে নিজের বাচ্চার মত কাঁধে নিয়ে বইছেন মুরহেড।

পুরো ভিডিওটি রেকর্ড করেছেন, রাচেল বাউম্যান নামের এক পথচারী। তাঁর ভিডিওতেই দেখা গিয়েছে পোষ্যকে নিজের বাচ্চার মত কাঁধে নিয়ে বইছেন মুরহেড।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: সংবিধান মেনে করোনা পুজো, জিমের করছে ভূত!

যেভাবে ছোট শিশুদের বড়রা অনেক সময় কাঁধে ঝুলিয়ে নিয়ে যান, সেভাবেই দেখা গেল ব্যক্তিকে। তবে কাঁধে যে ঝুলছে সে মোটেও কোনো শিশু নয়। একটা আস্ত কুমির! সেই কুমির অবশ্য অন্যের কাঁধে চড়ার মজা বেশ মিটিয়ে নিচ্ছে। হলুদ জামা গায়ে নিশ্চিত আরামে রয়েছে সে। যা দেখে আঁতকে উঠছে সোশ্যাল মিডিয়া। এভাবেও কুমির ঝুলিয়ে নিশ্চিন্তে নিয়ে যাওয়া যায়!

Advertisment

ঘটনাটি অবশ্য এদেশের নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। এই কুমির ছানাটির নাম সুইটি। একেই পোষ মানিয়েছিলেন কোকো বিচের ফ্লোরিডা কি লাইম কোম্পানির মালিক লুই মুরহেড। তিনিই হিংস্র পোষ্যকে কাঁধে নিয়ে যাওয়ার সময় ভাইরাল হয়ে যান।

@rachel_bowmanWhy does this sum up Florida so well? ##florida ##justfloridathings ##alligator ##gator ##gatorman ##floridaman

♬ original sound - rachel_bowman

Advertisment


পুরো ভিডিওটি রেকর্ড করেছেন, রাচেল বাউম্যান নামের এক পথচারী। তাঁর ভিডিওতেই দেখা গিয়েছে পোষ্যকে নিজের বাচ্চার মত কাঁধে নিয়ে বইছেন মুরহেড।

publive-image চমকৃত নেটিজেনরা

যাইহোক, নিজের টিকটক একাউন্টে বাউম্যান এই ভিডিও শেয়ার করতেই তা ভাইরাল। প্রত্যেকেই এই ভিডিও দেখে আশ্চর্য হয়ে গিয়েছে। শেয়ার করার পর থেকে এই ভিডিওটি ২মিলিয়ন এরও বেশিবার দেখেছেন নেটিজেনরা।

viral viral news