গত বছরে কঠিন সময়ের মধ্যে কেটেছে সময়। এক বছরে প্রাপ্তির পাশাপাশি হারানোর তালিকাও দীর্ঘ। কিন্তু প্রতিকূল সময়ে এমন কিছু ঘটনা, মুহূর্ত তৈরি হয়েছে সোশাল মিডিয়ায়। যা মন কেড়েছিল নেটিজেনদের। করোনা ভাইরাসের জেরে জেরবার জীবনে সেই সব ভিডিও আনন্দের রসদ জুগিয়েছিল। মন কাড়া গান থেকে করোনাকালের নাচ, কিংবা মদন মিত্রের ‘লাভলি’ থেকে বছর শেষের সেনসেশন ‘কাঁচা বাদাম’, এক নজরে দেখে নেওয়া যাক এ বছরের সেরা ভাইরাল ভিডিওগুলি।
মানিকে মাগে হিতেঃ
কাঁচা বাদামঃ
মদন মিত্রের লাভলিঃ
ঘুড়ি ওড়াতে গিয়ে নিজেই উড়ে গেলেন এক ব্যক্তিঃ
স্পেশ স্টেশনে চুল কাটার ভিডিওঃ
প্যারাসেলিংয়ের সময় গভীর সমুদ্রে পড়ে গেলেন দুই মহিলাঃ
বিমান সেবিকার নাচঃ
অসহায়ের পাশে মানবিক মুম্বাই পুলিশঃ
অশ্বত্থ পাতায় ফুটে উঠল সেনা সর্বাধিনায়কের মুখঃ
দুঃস্থের সান্তা ক্লজ, রানাঘাটের পাপিয়াঃ
আফ্রিকান ভাইবোনের রিলঃ