লাহোরের রাস্তায় ঊর্ধ্বশ্বাসে ছুটছে উটপাখি! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভিড় রাস্তার মাঝে এমন উদ্ভট ঘটনা দেখে চক্ষু চড়কগাছ পথচলতি মানুষের।

ভিড় রাস্তার মাঝে এমন উদ্ভট ঘটনা দেখে চক্ষু চড়কগাছ পথচলতি মানুষের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লাহোরের রাস্তায় ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে উটপাখি।

সোশ্যাল মিডিয়া মানেই নানান বিচিত্র ঘটনার সমাহার। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, রাস্তার মাঝেই ব্রিজের নীচে আটকে রয়েছে আস্ত এক বিমান। এবার যে খবর ভাইরাল হয়েছে, তা দেখে পিলে চমকে উঠেছেন সকলেই। হাইওয়ের মাঝখান ঊর্ধ্বশ্বাস গতিতে ছুটে যাচ্ছে দুটি উটপাখি। এমন ঘটনা ভাইরাল হতেই সেই খবরে মজে নেটদুনিয়া। পাকিস্তানের রাজধানী লাহোরের রাস্তায় এমনই একটি ঘটনা যা আপনাকে হতবাক করে দিতে বাধ্য।

Advertisment

লাহোরের এক হাইওয়ের মাঝখানে একটি উটপাখিকে প্রচণ্ড গতিতে দৌড়াতে দেখা গেছে। ভিড় রাস্তার মাঝে এমন উদ্ভট ঘটনা দেখে চক্ষু চড়কগাছ পথচলতি মানুষজনদের। অনেকেই এই ঘটনা তাদের মোবাইল ক্যামেরায় রেকর্ড করেছেন, পরে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে লাহোর ক্যানাল রোড সংলগ্ন রাস্তায় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে উটপাখি। সকালের ব্যস্ততম রাস্তায় এভাবে উটপাখিকে ছুটে যেতে দেখে অনেকেই নিজের চোখকে প্রথমে বিশ্বাস করতে পারেনি। পরে ভাল করে দেখে প্রত্যক্ষ করে এমন বিচিত্র ঘটনা। অনেকেই বাসে অথবা ব্যক্তিগত গাড়িতে যেতে যেতে এমন দুর্লভ ঘটনার ভিডিও রেকর্ড করেন তাঁদের মোবাইলে। পরে তা ভাইরাল হয়।

Advertisment

ভাইরাল হতেই এই ভিডিওতে প্রায় ৮০ হাজারের বেশি হয়েছে। অজস্র কমেন্টে ভরে উঠেছে এই ভিডিও। অনেকেই নানা মজার কমেন্ট করেছেন এই ভিডিওতে। কেউ কেউ লিখেছেন, ‘বাস ধরতেই এমন দৌড়’। কেউ আবার কমেন্টে জু-কিপারের গাফিলতিকেই এই ঘটনার জন্য দায়ী করেছেন। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তরজা জমে উঠেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Viral Video ostriches