Advertisment

ভিডিও বিভ্রাট, ক্ষমা চাইলেন বরিস জনশন

ভিডিও ক্লিপ সামনে আসতেই বিপত্তি

author-image
IE Bangla Web Desk
New Update
British-Prime-Minister-Boris-Johnson

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধান মন্ত্রী বরিস জনশন। গত ডিসেম্বরে জারী থাকা কোভিড বিধির সময়, প্রধান মন্ত্রীর ঘনিষ্ঠ কিছু সহকারী বড়দিনের পার্টি নিয়ে মশকরা করেছিলেন। গত বুধবার সেই ভিডিও ভাইরাল হতেই বেজায় অস্বস্তিতে পড়েন বরিস জনশন সরকার।

Advertisment

কারণ সেই সময়, লন্ডনে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারী করেছিল খোদ ব্রিটিশ সরকার। ১০, ডাউনিং স্ট্রিটের তরফে তড়িঘড়ি করতে হয় প্রেস কনফারেন্স। সেখানে বিবৃতি দিয়ে জানাতে হয়, সেই সময় কোন রকম জমায়েত হয়নি। পরে প্রধানমন্ত্রী নিজেও সাংবাদিকদের জানান, “ওই ভিডিও ক্লিপ দেখে আমি নিজেও বেজায় ক্ষুব্ধ। ভিডিও’র মাধ্যমে যে বার্তা গিয়েছে, তার জন্য আমি নিজে ক্ষমা চাইছি”।

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, তাঁর সরকারের কেউ-ই সেই সময় কোন জামায়েতে অংশ নেননি। তবে এমন ব্যাখ্যায় মন গলেনি বিরোধী শিবিরের। তাঁদের সাফ কথা, সরকার নিজে বিধি জারী করে তাতে বুড়ো আঙ্গুল দেখিয়ে, বিধি লঙ্ঘন করছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

christmas party Britain's Prime Minister Boris Johnson Lockdown
Advertisment