New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_470f5d.jpg)
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা, শেষ ইচ্ছাপূরণে হাসপাতালের আইসিইউতেই মেয়ের বিয়ে!
চোখে জল আনবে এই ভিডিও।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা, শেষ ইচ্ছাপূরণে হাসপাতালের আইসিইউতেই মেয়ের বিয়ে!
Viral news : বাবার শেষ ইচ্ছাপূরণে হাসপাতালের আইসিইউতেই মেয়ের বিয়ে। এমনই ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়ায়। যা এখন মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আইসিইউতে ভর্তি বাবার ইচ্ছা পূরণ করতে হাসপাতালের আইসিইউতে তার দুই মেয়ের বিয়ে সম্পন্ন হল। বিয়ের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মীরা।
বাবা মহাম্মদ ইকবাল গুরুতর অসুস্থ। ভর্তি রয়েছেন লখনউয়ের এক হাসপাতালে। তাঁর শেষ ইচ্ছানুসারে দুই মেয়ের বিয়ের আয়োজন হল সেই হাসপাতালের আইসিইউতেই।
রোগীর ইচ্ছা পূরণে হাসপাতাল প্রশাসনের কাছে বিয়ের অনুমতি চায় পরিবার। রোগীর শেষ ইচ্ছাপূরণে আইসিইউতেই বিয়ের অনুমোদন দেয় হাসপাতাল প্রশাসন। হাসপাতাল প্রশাসনের অনুমতি পেয়ে আইসিইউতে বাবার সামনে দুই মেয়ের বিয়ে দেন মা।
A hospital in UP's Lucknow organised an ICU Wedding to fulfill ailing father's wish to see his daughters getting married. pic.twitter.com/qSUf9SAnfH
— Piyush Rai (@Benarasiyaa) June 15, 2024
বিয়ের বিষয়ে হাসপাতাল প্রশাসন জানিয়েছে, দুই মেয়ের বিয়ের সময় হাসপাতালের প্রটোকল পুরোপুরি অনুসরণ করা হয়েছিল। রোগীর যাতে কোনো ধরনের সংক্রমণ না হয় তা নিশ্চিত করতে এই সীমিত সংখ্যক মানুষকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই মহৎ কাজের ফলে একজন পিতার ইচ্ছা পূরণই শুধু নয় মেয়েরাও বিয়ের পর বাবার আশীর্বাদ পায়।