/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_958e38.jpg)
আজকালকার দিনে যেখানে সত্যিকরের ভালবাসা পাওয়া বড়ই দুষ্কর সেখানে প্রেমের এক নিখুঁত উদাহরণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য শেষ হয়েছে প্রেম দিবস। ভ্যালেটাইন্স ডে'র হাজারো খবরের মাঝেই শিরোনামে এসেছে এমন এক প্রেমকাহিনী যা দেখে চোখে জল নেটপাড়ার।
আজকালকার দিনে যেখানে সত্যিকরের ভালবাসা পাওয়া বড়ই দুষ্কর সেখানে প্রেমের এক নিখুঁত উদাহরণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য শেষ হয়েছে প্রেম দিবস। ভ্যালেটাইন্স ডে'র হাজারো খবরের মাঝেই শিরোনামে এসেছে এমন এক প্রেমকাহিনী যা দেখে চোখে জল নেটপাড়ার।
আজকালকার দিনে যেখানে সত্যিকরের ভালবাসা পাওয়া বড়ই দুষ্কর সেখানে প্রেমের এক নিখুঁত উদাহরণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য শেষ হয়েছে প্রেম দিবস। ভ্যালেটাইন্স ডে'র হাজারো খবরের মাঝেই শিরোনামে এসেছে এমন এক প্রেমকাহিনী যা দেখে চোখে জল নেটপাড়ার।
হুইল চেয়ারে বসে রয়েছেন প্রেমিক। তাঁকে ঠেলে নিয়ে যাচ্ছেন তাঁরই প্রিয়তমা। অনন্য প্রেমের এক অদ্ভুত নিদর্শনের সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া।
আজকালকার দিনে যেখানে সত্যিকরের ভালবাসা পাওয়া বড়ই দুষ্কর। সেখানে সত্যিকরের প্রেমের এক নিখুঁত উদাহরণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য শেষ হয়েছে প্রেম দিবস। ভ্যালেটাইন্স ডে'র হাজারো খবরের মাঝেই শিরোনামে এসেছে এমন এক প্রেমকাহিনী যা দেখে চোখে জল নেটপাড়ার।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শহরের রাজপথে প্রেমিক যুগলের ভিড়। তারই মাঝে হুইল চেয়ারে বসে রয়েছেন সবুজ পাঞ্জাবি পরা এক যুবক। কোনও কারণে তিনি হাঁটতে অক্ষম। তবে তা বলে কী প্রেম করতে মানা? সকলের মাঝে নিজের প্রেমিককে নিয়ে মাথা উঁচু করে বেরিয়েছেন তার প্রিয়তমা। চুটিয়ে উপভোগ করছেন প্রেমদিবসকে।
প্রেম দিবসের দিন যখন অন্যান্য যুগলেরা দাপিয়ে বেড়িয়েছে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। তখন নিজের প্রিয় মানুষটিকে হুইল চেয়ারে করে শহরের রাস্তায় ঘুরে বেড়ালেন এই তরুণী। আর অনন্য এই প্রেমকাহিনী মানুষের মনে জায়গা করে নিয়েছে। তা এখন রীতিমত ভাইরাল।