New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/east-bengal-song.jpg)
আত্মীয়-পরিজনে ভরপুর বিয়েবাড়িতে গলায় রজনীগন্ধার মালা আর লাল পাঞ্জাবী পরে বন্ধুদের সঙ্গে নেচে উঠলেন বর। সঙ্গে নববধূও।
সানাইয়ের সুরে বিয়ে সম্পন্ন হল, কিন্তু ইস্টবেঙ্গল প্রেমীদের বিয়েতে শতবর্ষের গান না বাজলে হয়। বিয়ে শেষে বক্সে ভলিউম বাড়িয়ে, চলতে শুরু করল 'ইতিহাস সাক্ষী হল
পায়ে পায়ে স্বপ্ন এল কাঁটাতার টপকালো ফুটবল'। তার তালে তালে নাচতে শুরু করল ইস্টবেঙ্গল সমর্থক বর বউ। সঙ্গে কনে পক্ষ ও বর পক্ষ।
এই ভিডিও ভাইরাল ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে। আত্মীয়-পরিজনে ভরপুর বিয়েবাড়িতে গলায় রজনীগন্ধার মালা আর লাল পাঞ্জাবী পরে বন্ধুদের সঙ্গে নেচে উঠলেন বর। সঙ্গে নববধূও।
দেখুন ভাইরাল ভিডিও
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন