New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/15-year-old-girl-fights-snatchers-to-save-her-mobile-phone-in-Jalandhar.jpg)
টিউশন ক্লাস থেকে বাড়ি ফেরার সময় তার উপর হামলা চালায় ছিনতাইকারীরা। কিছুক্ষণের মধ্যে ছুটে আসে এলাকার বাসিন্দারা।
পাঞ্জাবের এক কিশোরী তার সাহসিকতা দেখে প্রশংসায় পঞ্চমুখ সোশাল মিডিয়া। বাইকে করে ফোন চুরি করতে এসেছিল দুই ব্যক্তি। ফোন ছিনিয়ে নিয়ে বাইকে উঠে পালিয়ে যাওয়ার সময় তাদের ধরে ফেলে কিশোরী। চলে বেশ কিছুক্ষণের হাতাহাতিও। একটুও ভয় পায় না ওই কিশোরী। মোবাইল চোর তাকে আঘাত করে। মাটিতে পড়ে যায় কিশোরী। আবার উঠে গিয়ে তাদের ধরে। জামা ধরে টেনে নামায় বাইক থেকে। চলে হাতাহাতি।
কিশোরীর নাম কুসুম কুমারী। পাঞ্জাবের বাসিন্দা। টিউশন ক্লাস থেকে বাড়ি ফেরার সময় তার উপর হামলা চালায় ছিনতাইকারীরা। কিছুক্ষণের মধ্যে ছুটে আসে এলাকার বাসিন্দারা।
দেখুন ভিডিও...
Read the full story English