বয়স কেবল মাত্র একটি সংখ্যা, আর তা আরও একবার প্রমাণ করলেন এই ৫২ বছর বয়সী মহিলা। কারিনার স্টাইলে এক নাচেই তোলপাড় নেটদুনিয়া। chammakchallo নাচে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন এই মহিলা। এই বয়সেও, তিনি তার সেরা এবং আশ্চর্যজনক পারফরমেন্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
জানা গিয়েছে মহিলার নাম নীরু সাইনি। বয়স ৫২। ৫০ পেরিয়েও নাচের প্রতি শখ এবং নেশা কোনটাই যায়নি এই মহিলার। তিনি এক ধামাকাদার পারফরমেন্স করে সকলের মন জয় করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডি হয়েছে এই ৫২ বছর বয়সি মহিলা।
বয়স যে কেবল মাত্র একটি সংখ্যা তা আরও একবার প্রমাণ করেছেন তিনি। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @neerusaini, থেকেই এই নাচের ভিডিও আপলোড করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ডিওটি প্রায় ১.৪৫ লাখ লাইক পেয়েছে।