সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১৮০ কেজির ভুয়ো পুলিশকর্মী। তারই এক ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যে ভিডিও ভাইরাল হচ্ছে, তাতে দেখা যাচ্ছে পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি বলছে যে তার নাম মুকেশ যাদব, গাজিয়াবাদের বাসিন্দা এবং টোল ট্যাক্স বাঁচাতেই তিনি পুলিশের ইউনিফর্ম পরেছেন। শুধু তাই নয়, ভুয়া পুলিশ হয়ে যানবাহন থেকে অবৈধ টাকা আদায়েও বেশ পটু ছিলেন তিনি।
বিষয়টি জানতে পেরে টুন্ডলা থানা পুলিশ ওই যুবককে আটক করে জেলহাজতে পাঠায়। পুলিশের দাবি, ধৃত আসামির ওজন ১৮০ কেজি। এখন ব্যক্তির ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে, যার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও নানান মজার মন্তব্যও করছেন ১৮০ কেজির ‘পুলিশ কাকু’ কে নিয়ে
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, টুন্ডলা থানার পুলিশ আধিকারিক হরিমোহন সিং রবিবার জানিয়েছেন যে শনিবার রাতে জাতীয় সড়কে বেশ কয়েকটি যানবাহন থেকে বেআইনি ভাবে টাকা আদায়ের ব্যাপারে বেশ কিছু অভিযোগ আসার পরই আসরে নামে পুলিশ। পুলিশি অভিযানের মুখে ওই ব্যক্তি হাতেনাতে ধরা পড়ে এবং তাকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ভুয়ো পুলিশ আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে তিনি জাতীয় সড়কে বেআইনি টাকা আদায় করতেন। টোল ট্যাক্স বাঁচাতে এর আগেও তিনি একাধিকবার পুলিশের ইউনিফর্মও ব্যবহার করেন বলেও অভিযোগ।
দুটি আধার কার্ড, দুটি প্যান কার্ড, পুলিশের ইউনিফর্ম, জাল আইকার্ড, এটিএম ইত্যাদির মতো নথিপত্র ছাড়াও অভিযুক্ত মুকেশের কাছ থেকে একটি বিলাসবহুল গাড়িও উদ্ধার করা হয়েছে, যার উপরে 'পুলিশ'-এর একটি বড় স্টিকার সাঁটা ছিল। পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে। এই কাজে মুকেশের সঙ্গে আর কারা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।