New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/flight-wheel-feature.jpg)
বিমানের যাত্রী মারফত খবর পৌঁছায় পাইলটের কাছে। সেই খবর পেয়ে পাইলট তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয়। দেখুন ভয়ঙ্কর ভিডিও
রানওয়ে ধরে ছুটছে বিমান, মাটি ছেড়ে আকাশে ওড়ার মুহূর্তে হঠাৎই আগুন ধরে যায় চাকায়। খুলে পড়ে যায় চাকা। সেই অবস্থাতেই আকাশে উড়ে যায় বিমানটি। যার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
এক সংবাদ সংস্থা থেকে জানা যাচ্ছে, বিমানের যাত্রী মারফত খবর পৌঁছায় পাইলটের কাছে। সেই খবর পেয়ে পাইলট তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয়। মন্ট্রিয়লের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগও করেন তিনি। যতক্ষণ না জ্বালানী শেষ হবে ততক্ষণ বিমান নিয়ে ল্যান্ড করবে না পাইলট। বিমানের জ্বালানী সব শেষ করে আপতকালীন অবতরণ করে বিমান। পস্থিত বুদ্ধি খাটিয়ে বিমান ও বিমানের যাত্রীদের বাঁচিয়ে নেন পাইলট। যার প্রশংসা করেছেন নেটিজেনরা। এক সংবাদ সংস্থা মারফতে জানা যাচ্ছে, জ্যাজ অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পাইলটদের উপযুক্ত প্রশিক্ষণ রয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: ইরানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ১৭৬
তবে সম্প্রতি ভাইরাল হয়েছে আগুন লেগে চাকা খুলে যাওয়ার ভয়ঙ্কর ভিডিওটি।
Bon bah là j’suis actuellement dans un avion qui vient de perdre une roue...
2020 commence plutôt bien ???? pic.twitter.com/eZhbOJqIQr— Tom (@caf_tom) January 3, 2020