গলায় প্যাঁচানো অজগর, কোলে কুমির..., খেলার সঙ্গী জলজ্যান্ত বাঘ, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

ক্যামেরার ফোকাস শিশুর পিছনে যেতেই হৈ-হৈ কাণ্ড শুরু হয়।

ক্যামেরার ফোকাস শিশুর পিছনে যেতেই হৈ-হৈ কাণ্ড শুরু হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Shocking Video,Azgar Magarmach Ke Sath Bacha,Bagh Ka Video,Crocodile And Python,Tiger Attack Video,Omg Video,Viral Video"

গলায় প্যাঁচানো অজগর, কোলে কুমির..., খেলার সঙ্গী জলজ্যান্ত বাঘ, একরত্তির ভিডিও ভাইরাল হতেই জোর শোরগোল

সোশ্যাল মিডিয়ার জগৎ বড়ই বিচিত্র। নানান আজব ভিডিও মাঝে মধ্যে সামনে এসে মানুষজনের হুঁশ উড়িয়ে দেয়। তেমনই এক ভিডিও আজ নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেন নি নেটাগরিকরা।

Advertisment

কোলে কুমির, গলায় অজগর নিয়ে চেয়ারে দিব্যি বসে আছে এক কিশোর। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনই এক ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবেএকটি শিশু খোলা মাঠে চেয়ারে বসে আছে। তার গলায় একটি অজগর জড়িয়ে আছে এবং একটি কুমির তার কোলে বিশ্রাম নিচ্ছে। শিশুটি হিংস্র প্রাণী দুটিকে আদর করতে ব্যস্ত।

ক্যামেরার ফোকাস শিশুর পিছনে যেতেই হৈ-হৈ কাণ্ড শুরু হয়। শিশুটির পিছনে বসে রয়েছে একটি বাঘ। এই দৃশ্য দেখে রিতীমত অবাক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও। প্রতিনিয়ত নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। nouman.hassan1 নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই এই ভিডিওটি আপলোড করা হয়েছে।

viral