New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/snake-feature.jpg)
সাপকেই খেলার আনুষাঙ্গিক বিষয়বস্তু করে তুলেছে ওই শিশুদের দল।
সাপের মাথা ও লেজ ধরে তা নিয়ে চলছে স্কিপিং খেলা।
সাপকেই খেলার আনুষাঙ্গিক বিষয়বস্তু করে তুলেছে ওই শিশুদের দল।
সম্প্রতি ভাইরাল ভিয়েতনামের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে সাপ নিয়ে চলছে মজার খেলা। না, সাপুড়ে যে খেলা দেখায় তেমনটা একেবারেই নয়। সাপের মাথা ও লেজ ধরে তা নিয়ে চলছে স্কিপিং খেলা। বলতেই পারেন দড়ি না পেয়ে সাপকেই খেলার আনুষাঙ্গিক বিষয়বস্তু করে তুলেছে ওই শিশুদের দল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা গানের সঙ্গে তাল মিলিয়ে সাপকে ঘুরিয়ে তার মধ্যে দিয়ে লাফাচ্ছে শিশুটি। উল্লেখ্য, সাপটি মৃত। তবে কী সাপ তা জানা যায়নি।
Read the full story in English