New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/viral-feature-15.jpg)
রেফারি বাঁশি বাজালেই, তারা তাদের অক্ষম পা নিয়ে ছুটতে শুরু করে। বিশেষ ভাবে সক্ষম মেয়েদের এই রেসের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল নেটদুনিয়ায়।
পা নেই, দৌড় প্রতিযোগীতায় দাঁড়িয়ে আছে ক্রাচ নিয়ে। তার পাশে দাড়িয়ে বিশেষভাবে সক্ষম পাঁচজন। তাদেরও পা নেই, তবে তাদের 'প্রস্থেটিক লেগ' রয়েছে। জানা গিয়েছে অনেকের আবার পা অসাড় হয়ে গিয়েছ। এ রকমই ছ’জন বালিকা দাঁড়িয়ে রয়েছেন লাইনে। রেফারি বাঁশি বাজালেই, তারা তাদের অক্ষম পা নিয়ে ছুটতে শুরু করে। বিশেষ ভাবে সক্ষম মেয়েদের এই রেসের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল নেটদুনিয়ায়।
দেখুন ভিডিও...
Impossible is just an opinion ???????????????? pic.twitter.com/K1WJMb2Y8X
— Susanta Nanda IFS (@susantananda3) January 30, 2020