Viral Video: অ্যাম্বুলেন্সে অসুস্থ মালকিন, প্রাণ বাজি রেখে হাসপাতাল পর্যন্ত দৌড়ল পোষ্য কুকুর!

Viral Video Dog chases: রীতিমতো অভিভাবকত্ব বজায় রেখেছে ওই কুকুরটি। মালকিন যাতে সঠিক চিকিৎসা পায় সে জন্য হাসপাতালের ভিতরে ঢুকতে চেষ্টা করে সে।

Viral Video Dog chases: রীতিমতো অভিভাবকত্ব বজায় রেখেছে ওই কুকুরটি। মালকিন যাতে সঠিক চিকিৎসা পায় সে জন্য হাসপাতালের ভিতরে ঢুকতে চেষ্টা করে সে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dog Viral Video,Viral Video

কুকুরটির এমন ভালবাসা দেখে চোখে জল নেট দুনিয়ার

'সত্যিকারের বন্ধু যদি কেউ হয় তা এই পোষ্যটি', সোশাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে এমনই মন্তব্যর সংখ্যা বাড়ছে। অসুস্থ মালিককে অ্যাম্বুলেন্সে তোলার পর থেকেই তার পিছন পিছন ছুটে হাসপাতাল পর্যন্ত গেল পোষ্য কুকুরটি। এই ঘটনা মন কেড়েছে অধিকাংশের।

Advertisment

সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ৯ জুন ইস্তানবুলের ঘটনা এটি। সেখানে এক মহিলা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তির সহায়তা চাইছিলেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তির জন্য অ্যাম্বুলেন্সে নেওয়া হলে প্রিয় বন্ধুর মতো পাশে থাকল তাঁর পোষ্য।

Advertisment

আরও পড়ুন, প্রভুর শেষকৃত্যে শেষ শ্রদ্ধা হাতির! ভিডিও দেখে উপচে পড়ল কান্না, দেখুন

এমন ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভিডিওতে স্পষ্ট যে রীতিমতো অভিভাবকত্ব বজায় রেখেছে ওই কুকুরটি। মালকিন যাতে সঠিক চিকিৎসা পায় সে জন্য হাসপাতালের ভিতরেও ঢুকতে চেষ্টা করে পোষ্যটি। যদিও তাকে নিরাপত্তাজনিত কারণে ভিতরে ঢুকতে দেননি সুরক্ষা কর্মীরা।

আরও পড়ুন, ১৩ জুন মমতা ব্যানার্জির বিয়ে! পাত্র কে, দেখুন বিয়ের কার্ডে

ভিড় রাস্তার যান চলাচল এড়িয়ে নিজের প্রাণ বাজি রেখে অ্যাম্বুলেন্সের পিছন পিছন দৌড়য় পোষ্যটি। সোশাল মিডিয়ার মন কেড়েছে এই ভিডিও। অনেক নেট নাগরিকদের মতে, স্বার্থপর দুনিয়ায় কুকুরটির নিঃস্বার্থ ভালবাসা বেঁচে থাক। সকলেই যেন এমন চিন্তাধারায় চলতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral Viral Video