সোশ্যাল মিডিয়া নিউজ ফিডগুলির স্ক্রোল করার সময়, আমরা এমন অনেক ভিডিও দেখে থাকি যা আমাদের দ্বিতীয়বার দেখতে অনুপ্রাণিত করে। এই ভিডিওগুলো আমাদের মুখে একাধারে যেমন হাসি ফোঁটায় তেমনই মাঝে মাঝে আমাদের অবাকও করে। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে একটি কুকুরকে তার পিঠে একটি ফুটবল নিয়ে জাগলিং করতে দেখা যায়। পেশাদার ফুটবলারের মতো কুকুরের এমন ‘ব্যালেন্সিং স্কিল’ দেখে অবাক সকলেই। পিঠে বল নিয়ে একেবারে পেশাদারি স্টাইলে বলের ‘ভারসা’ম্য রাখতে দেখা যায় কুকুরটিকে। মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওতে দেখা যায়, বাগানে একটি কুকুর ফুটবল পিঠে নিয়ে তার দক্ষতা দেখাচ্ছে। এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘দক্ষতা’। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কুকুরের দিকে একটি বল ছুঁড়ে দিতেই কুকুরটি দ্রুত তার মাথায় বলটি নিয়ে অদ্ভুত দক্ষতায় সেটিকে ব্যালেন্স করে দৌড়ে চলে।
এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ১ ফেব্রুয়ারি। শেয়ার করার পর থেকে এটি ১৭ লক্ষের বেশি বার দেখা হয়েছে। এই ভিডিও ক্লিপটিও অনেকেই তাদের মন্তব্য করেছেন। একজন টুইটার ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘আশ্চর্যজনক। একেবারে পেশাদারি স্টাইল। আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘বাহ! চমৎকার দক্ষতা! তৃতীয় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বাহ, এই কুকুরটির দক্ষতা তাক লাগাবে। চতুর্থজন লিখেছেন, ‘বাহ… চমৎকার কুকুরের অনবদ্য স্কিল।’